১০ম গ্রেডের বেতন কত টাকা

১০ম গ্রেডের বেতন কত টাকা

বাংলাদেশের সরকারি যে চাকুরিজীবী রয়েছেন তাদের ২০ গ্রেডে বেতন প্রদান করা হয়। ২০১৫ সালের অনুমোদিত নতুন বেতন গেজেট অনুযায়ী বর্তমান নিয়ে তাদের সকল বেতন প্রদান করা হয়। সেখানে যে বেতন স্কেলের কথা বলা হয়েছিল সেই বেতন স্কেলে মোট ২০ গ্রেড রয়েছে এবং চারটি শ্রেণী রয়েছে।

যারা প্রথম শ্রেণীর কর্মকর্তা তাদের বেতন গ্রেড হবে প্রথম গ্রেট থেকে নবম গ্রেড পর্যন্ত। যারা দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা তাদের চাকরির বেতন গ্রেড হবে শুধুমাত্র ১০ নম্বর গ্রেড। আজকে আমরা যে গ্রেড নিয়ে কথা বলছি সেটি হচ্ছে 10 নম্বর গ্রেড এবং বাংলাদেশের সকল কর্মচারী করকর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণীর বেতন গ্রেড হচ্ছে এটি।

অর্থাৎ যারা দ্বিতীয় শ্রেণীতে কর্মরত আছেন তারা দশ নম্বর গ্রেট থেকে বেতন পাবেন। আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব এই গ্রেডে চাকরি করতে হলে আপনি সর্বনিম্ন কত টাকা বেতন পাবেন এবং সর্বোচ্চ কত টাকা বেতন সে সম্পর্কে।

১০ম গ্রেডের একজন কর্মকর্তার সর্বসাকুল্য বেতন কত টাকা

যারা এই গ্রেট থেকে বেতন পাবেন তারা অবশ্যই দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা এবং তাদের চাকরির শুরুতে শুধুমাত্র যে বেতন সেটা শুরু হবে ১৬০০০ টাকা থেকে। এটা হচ্ছে মূল বেতন এর সঙ্গে বাড়িভাড়া অন্যান্য চিকিৎসা ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে যেগুলো যুক্ত হয়ে তার বেতন প্রায় ৩০ হাজার টাকা শুরুতেই হবে।

চাকের স্কেলে যে ১৬০০০ টাকা উল্লেখ করা আছে সেটা হচ্ছে মূল বেতন যেটাকে আমরা বেসিক বেতন বলে থাকে। এছাড়াও এই বেতনের সঙ্গে প্রতিবছর ইনক্রিমেন্ট যুক্ত হয় এই ইনক্রিমেন্টে বেসিক বেতনের ৫ পার্সেন্ট অতিরিক্ত যুক্ত হয় প্রতি বছর। এইভাবে চাকরির বয়স যত বৃদ্ধি পাবে একজন কর্মচারীর বেদনও তত বৃদ্ধি পাবে।

একজন ১০ম গ্রেডের কর্মচারী সর্বোচ্চ বেতন হবে বা বেসিক বেতন হবে 38 হাজার 640 টাকা। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। বেতন কেট সম্পর্কে যদি আরো কিছু জানার থাকে তাহলে যেকোনো সময় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমরা নিয়মিত আমাদের ওয়েবসাইটে জাতীয় বেতন স্কেল সম্পর্কে বহু তথ্য দিয়েছি আশা করব সেখান থেকে আপনারা কিছু না কিছু তথ্য খুঁজে পাবেন। সব সময় আমাদের সঙ্গে থাকুন এবং ভালো ভালো কমেন্টের মাধ্যমে আমাদের উজ্জীবিত করার চেষ্টা করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *