সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেতন কত

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেতন কত ২০২৩

যারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আছেন তারা বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারীদের মধ্যে একজন। বিচারপতিরা সর্বোচ্চ পর্যায়ের কর্মচারী এবং তারা সর্বোচ্চ পর্যায়ের বেতন গুলো পেয়ে থাকেন। সুপ্রিম কোর্টের বিচারপতির বেতন সম্পর্কে বলতে গেলে শুধুমাত্র বেতন সম্পর্কে বললে হবে না এর পাশাপাশি আরো অন্যান্য অনেক তথ্য আপনাদের সামনে তুলে ধরতে হবে।

সম্প্রতি সংসদে একটি বিল পাস হয়েছে এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে বিচারপতিদের ভাতা বাড়ানো হবে। মূলত একজন সুপ্রিম কোর্টের বিচারপতি যে পারিতোষিক এবং অন্যান্য সুযোগ-সুবিধা পেয়ে থাকেন সেই সম্পর্কে সংসদে আলোচনা করা হয় এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাদের বিল বৃদ্ধির জন্য। সেই বিলের আলোকে বর্ধমানে একজন সুপ্রিম কোর্টের বিচারপতি কত টাকা বেতন পান সে সম্পর্কে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব।

একজন বিচারপতির সর্বোচ্চ বেতন কত টাকা হতে পারে

বাংলাদেশে ২০১৬ সালে সর্বশেষ বিচারকদের বেতন ভাতা বাড়ানো হয়। ১৬ সালে যে বেতন ভাতা বাড়ানো হয়েছিল সেই বেতন ভাতা অনুযায়ী বর্তমানে একজন বিচারপতি বেতন পান ১১০০০০ টাকা। এটা হচ্ছে মূল বেতন বা বেসিক বেতন এর সঙ্গে আরও অন্যান্য সুযোগ-সুবিধা অবশ্যই আছে।

যারা আপিল বিভাগের বিচারক তাদের বেতন এক লক্ষ পাঁচ হাজার টাকা এবং যারা হাইকোর্টের বিভাগের বিচারক তাদের বেতন ৯৫ হাজার টাকা। তবে এর সঙ্গে সকল বিচারকরা ৫০% বিশেষ ভাতা পান যার নতুন আইনে বলবত করা হয়েছে।

যে নতুন বিল প্রদান করা হয়েছে সেই বিলে বলা হয়েছে প্রধান বিচারপতিদের নিয়ামক ভাতা বাড়ানো হয়েছে বর্তমানে প্রধান বিচারপতি মাসে পাচ্ছেন 12000 টাকা সেটা বৃদ্ধি করে 25000 টাকা করা হবে। এটা আপিল বিভাগ ও হাইকোর্টের বিচারকদের আগের মতোই ৮০০০ ও ৫ হাজার টাকা নিয়ামক ভাতা হবে। এছাড়াও সেখানে উল্লেখ করা হয় প্রধান বিচারপতির একজন বাবুর্চির পরিবর্তে প্রতিমাসে ১৬ হাজার টাকা করে কুক ভাতা পাবেন।

এছাড়া একজন প্রধান বিচারপতি তার ফ্ল্যাটের বা বাড়ির নিরাপত্তার সুরক্ষার কথা বিবেচনা করে ১৬ হাজার টাকা সিকিউরিটি ভাতা প্রাপ্য হবে। সড়কপথে ভ্রমণের জন্য একজন বিচারপতি অবশ্যই ভ্রমণ ভাতা পাবেন। এর সঙ্গে আরো অন্যান্য উৎসব ভাতা অবশ্যই একজন প্রধান বিচারপতি পাবেন এবং বাংলা নববর্ষ ভাতা প্রদান নিরঞ্জন বিচারপতি পাবেন। এছাড়া আরো উল্লেখ করা হয় এই আইনের বিধান মতে বিচারকগণকে প্রতিও বেতন ও ভাতা দিয়ে আয় করে আওতায় হইবে না।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *