বাংলাদেশ থেকে অনেক মানুষ প্রতিবছর কাজের উদ্দেশ্যে সৌদি আরব যায়। সৌদি আরবে এমন একটি দেশ যেখানে শুধুমাত্র বাংলাদেশ থেকেই নয়, পৃথিবীর আরো অনেক দেশ থেকে প্রচুর মানুষ প্রতিদিন যাওয়া আসা করছে। হজের উদ্দেশ্যে প্রতিবছর নির্দিষ্ট একটি সময়ে বাংলাদেশ থেকে অনেক মানুষ সৌদি আরব যাচ্ছে এর পাশাপাশি বছরের অন্যান্য সময় গুলোতে ওমরা হজ করার জন্যেও যায়। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলব তা হলো সৌদি আরবের বিমান চলাচলের অবস্থা এখন কেমন এবং সৌদি আরবের বিমান চলাচলের আপডেট খবর আপনারা কিভাবে জেনে নিবেন।
সৌদি আরবের বিমান চলাচলের খবর সৌদি আরবের প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ তারা যখন দেশে আসে তখন জেনে নিতে চাই বর্তমান সময়ে সৌদি আরবের বিমান চলাচলের অবস্থা স্বাভাবিক রয়েছে কিনা। কোন কারনে যদি সৌদি আরবের বিমান চলাচলের অবস্থা অস্বাভাবিক হয়ে থাকে তবে তাদের ফ্লাইট পিছিয়ে যাবে এবং আরো কিছুদিন তাদের বাংলাদেশে অবস্থান করতে হবে।
আপনারা নিশ্চয়ই জানেন ২০২০ সালে সারা পৃথিবীতে করোনা মহামারীর প্রকোপে এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত বন্ধ হয়ে যায়। এ সময় বিভিন্ন দেশের সরকার তাদের দেশে অন্যান্য দেশ থেকে কোনো নাগরিককে প্রবেশ করতে দেয়নি। তাই করোনা মহামারীর সময়ে বিভিন্ন দেশের বিমান চলাচলের অবস্থা মোটেও স্বাভাবিক ছিল না। বাংলাদেশ থেকে সৌদি আরবের বিমান চলাচলের অবস্থা ও তখন অস্বাভাবিক ছিল। করোণা শুরু হওয়ার পরপরই অনেক সৌদি প্রবাসী বাংলাদেশে চলে আসে, এরপর তার অপেক্ষা করতে থাকে পুনরায় তাদের কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য।
কিন্তু করোনার প্রকোপ না কমায় সৌদি প্রবাসীরা কিছুতেই সৌদি আরবে ফিরে যেতে পারছিলো না। অবশেষে করোনার প্রভাব যখন কিছুটা কমে আসে তখন সৌদি আরবের বিমান চলাচল আবার স্বাভাবিক হয়ে যায়। সেই সময় থেকেই বাংলাদেশের সৌদি প্রবাসীরা সবসময়ই চিন্তিত থাকে সৌদি আরবের বিমান চলাচল নিয়ে। এখন যেহেতু সবকিছু স্বাভাবিক রয়েছে তাই সৌদি আরবের বিমান চলাচল কোনোভাবেই বন্ধ হওয়ার কথা নয়। যদি আবহাওয়া জনিত কোন সমস্যা থেকে থাকে তবে যে কোন ফ্লাইট পিছিয়ে দেওয়া হয়। আমার কাছে মনে হয় এ বিষয়ে চিন্তিত হবার কোন কারণ নেই।
সৌদি আরব প্রতিবছর বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ শ্রমিক তাদের দেশে নিয়োগ দিয়ে থাকে। বিভিন্ন কোম্পানির মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি সৌদি আরবের নেওয়া হয় এবং চাকরি দেওয়া হয়। সৌদি আরবে কাজ করে অনেক টাকা আয় করা যায় তাই বাংলাদেশের অনেক মানুষ সৌদি আরবে যাওয়ার জন্য আগ্রহী হয়ে উঠছে।
যেহেতু সৌদি আরবের মুদ্রা ও বাংলাদেশের মুদ্রার মধ্যে অনেক পার্থক্য রয়েছে তাই সৌদি আরবে চাকরি করে একজন ব্যক্তি সর্বনিম্ন ৫০ হাজার টাকার বেশি আয় করতে পারে। যারা এর আগে কখনো সৌদি আরবে যাননি, তাদের জন্য কিছু তথ্য জেনে নেওয়া খুবই জরুরী। সৌদি আরবের ফ্লাইট সম্বন্ধে এসব তথ্যগুলো জেনে নিতে হবে কারণ যাত্রাপথে আপনি যেন কোন ধরনের সমস্যায় না পড়েন।
সৌদি আরবে যাওয়ার আগে সেখানকার সংস্কৃতি সম্বন্ধে পরিষ্কার ধারণা নিয়ে যাওয়া উচিত। সেখানে গিয়ে আপনার জানা থাকতে কোন ধরনের অসুবিধা না হয় তাই সেখানকার ভাষা জানতে হবে এবং খুব বুদ্ধিমত্তার সাথে চলাফেরা করতে হবে। যাওয়ার আগে নিশ্চয়ই ফ্লাইটের আপডেট তথ্য সংগ্রহ করে নিতে হবে। আপনি যে কোম্পানির মাধ্যমে অথবা যে এজেন্টের মাধ্যমে সৌদি আরব যাচ্ছেন তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখুন।
এর আগে সৌদি আরব গেছে এমন কোন অভিজ্ঞ ব্যক্তির সাথে কথা বলে সবকিছু জেনে নেওয়ার চেষ্টা করুন। কোন কোন সময় ফ্লাইট বন্ধ থাকে এবং ফ্লাইট খোলা আছে কিনা সে বিষয়ে জানার জন্য কি করতে হবে সব বিষয়ে অনলাইনের মাধ্যমে অথবা সরাসরি ফোন কলের মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করুন।। এক্ষেত্রে বিভিন্ন এয়ারলাইন্সের হট লাইন নাম্বার সংগ্রহ করে নিজের কাছে রাখতে পারেন।