ইতালিতে যাওয়ার জন্য সবথেকে প্রথম যে কাজটি করতে হয় সেটা হলো ভিসার ধরণ নির্বাচন। আপনি যাবেন কাজের উদ্দেশ্যে কিন্তু আপনাকে দেওয়া হয়েছে ভিজিট ভিসা সেক্ষেত্রে আপনি কিভাবে সেখানে কাজ করবেন? বাংলাদেশের নাগরিকদের ক্ষেত্রে এই কাজটি বা এই ভুলটি বারবার হয়ে থাকে তার কারণ হলো আমরা একটু হলেও কম শিক্ষিত তাদের থেকে।
আরে যারা দালাল রয়েছে তারা ভুলভাল ভিসার মাধ্যমে আমাদের অন্য দেশে পাঠাতে পারলেই বেঁচে যায়। এমন অনেকে রয়েছে যারা ভিসার জন্য ৮–৯ লক্ষ টাকা খরচ করেছে এবং সেই ভিসাটি হওয়ার কথা ছিল কাজের ভিসা কিন্তু সেখানে সে ভিসাটি পরিবর্তন করে করা হয়েছে ভিজিট ভিসা।
এতে করে দালালের অনেক টাকা লাভ হয়েছে এবং সেই ভুল ভিসার মাধ্যমে আপনি যখন ইতালিতে পা রাখবেন তখন না পাবেন কোন কাজ এবং না পাবেন কোন কর্মসংস্থানের সুযোগ। আপনাকে ৯০ দিন সময় দেওয়া হবে এই ৯০ দিনের মধ্যে আপনি ইতালিতে অবস্থান করে ঘুরেফিরে আবার পুনরায় ইতালি থেকে বাংলাদেশে চলে আসতে বাধ্য। এখানে যারা নিজের সর্বোচ্চ বিক্রি করে ইতালিতে যাবেন তারা একেবারেই নিরীহ হয়ে যায় এবং অসহায় হয়ে যায়।
এই সকল বিষয় থেকে বাঁচতে অবশ্যই জ্ঞান রাখতে হবে এবং এই সঠিক জ্ঞান রাখতে হলে আপনাকে জানতে হবে ইতালিতে যাওয়ার বিভিন্ন ধরনের ভিসা সম্পর্কে। ভিসার বিভিন্ন ধরন অনুযায়ী ইতালিতে যাওয়ার জন্য আপনি যদি আবেদন করেন তাহলে অবশ্যই সঠিক বিচার মাধ্যমে যেতে পারবেন।
বিভিন্ন ধরনের ভিসা ইতালি
ইতালিতে যাওয়ার জন্য অবশ্যই বিভিন্ন ধরনের ভিসা রয়েছে এবং সে ভিসা ধরনটি নির্বাচন করবে সম্পূর্ণ আবেদনকারীর উপর। আপনার প্রয়োজন কি এবং আপনি ইতালিতে গিয়ে কি করতে চাচ্ছেন তার ওপর নির্ভর করে মূলত ভিসা ধরনটি নির্ভর করবে। চলুন তাহলে ইতালিতে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের ভিসা নিয়ে আলোচনা করা যায়।
ইতালিতে কাজের ভিসা
অনেকেই মনে করে ইতালিতে যারা যায় তারা অভিজ্ঞ মানুষ এবং সেখানে গিয়ে শুধুমাত্র চাকরি করে। তাদের তাই কোন পরিশ্রম করতে হয় না এবং বসে বসে সেখানে প্রচুর টাকা অর্থ উপার্জন করে। তবে এটা ভুল ধারণা আপনি ইতালিতে যদি পারিশ্রমিক কাজের মাধ্যমে যেতে চান তাহলে সেই সুযোগ রয়েছে। এই বছর ৪৮ হাজার শ্রমিক নিয়োগ করবে ইতালি কর্তৃপক্ষ তারা নতুন গেজেটের মাধ্যমে সেটা প্রকাশ করেছেন।
ইতালি ভিজিট ভিসা
পৃথিবীতে ঐতিহ্যের সমৃদ্ধ যে দেশগুলো রয়েছে তার মধ্যে ইতালি হচ্ছে সবার উপরের দিকে রয়েছে। এই দেশে রয়েছে ঐতিহাসিক নিদর্শন এবং মানুষের তৈরি নানা সুন্দর সুন্দর নিদর্শন। প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে ইতালি বেশ এগিয়ে তাই বহু মানুষ ইতালিতে শুধু বেড়ানোর উদ্দেশ্যেই অনেক সময় যাওয়ার ইচ্ছা পোষণ করে। তাদের জন্যই রয়েছে ইতালির ভিজিট ভিসা।
ইতালি স্টুডেন্ট ভিসা
বিশ্বের নামিদামি উচ্চ শিক্ষা অর্জন করে বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে কয়েকটি ইতালিতে অবস্থান করছে এবং আপনি যদি সেই ইতালিতে উচ্চশিক্ষা অর্জনের জন্য যেতে চান তাহলে স্টুডেন্ট ভিসার মাধ্যমে বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন ইতালিতে যাওয়ার জন্য।
ইতালি বিজনেস ভিসা
অনেক বড় বড় শিল্পপতি অথবা অনেক বড় বড় ব্যবসায়ী অনেক সময় ব্যবসার উদ্দেশ্যে ইতালিতে যেতে চাই এবং সেই ক্ষেত্রে তারা অল্প পরিসরে অল্পদিনের জন্য যে ভিসা করিয়ে থাকে সেই ভিসাটি হচ্ছে বিজনেস ভিসা। এ ভিসার মেয়াদ মূলত অনেক কম হয়ে থাকে যেখানে খরচও কম হয় আর এই বিজনেস ভিসাতে আপনি চাইলে ব্যবসার উদ্দেশ্যে ইতালিতে যেতে পারবেন।
ইতালি ফ্যামিলি ভিসা
দীর্ঘদিন ধরে যারা ইতালিতে অবস্থান করছে এবং এখন চিন্তাভাবনা করছে নিজের পরিবার নিয়ে ইতালিতে সেটেল হবে তাদের জন্য ইতালি কর্তৃপক্ষ সুযোগ রেখেছে ফ্যামিলি অফিসার। এই ফ্যামিলি ভিসার মাধ্যমে আপনি চাইলে আপনার পরিবারের অন্যান্য সদস্যদের ইতালিতে নিয়ে যেতে পারবেন এবং সেখানে থাকতে পারবেন। তাই বাংলাদেশীদের ক্ষেত্রে ইতালি যাওয়ার জন্য ফ্যামিলি ভিসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।