আজকে আমরা কথা বলব ঢাকার প্রাচীনতম একটি কলেজ নিয়ে এবং ঐতিহ্যবাহী এই কলেজের নাম হচ্ছে দনিয়া কলেজ। এটি ঢাকার প্রাচীনতম এবং বাংলাদেশের প্রাচীনতম কলেজের মধ্যে একটি। তবে এই কলেজের সব থেকে ব্যর্থতার বিষয় হলো এখন পর্যন্ত এই কলেজ সরকারি হয়নি এবং এটি বর্তমানে বেসরকারি কলেজ হিসেবে পরিচিত।
আপনারা যারা এই কলেজে অনার্সে ভর্তি হতে চাচ্ছেন তারা জেনে রাখুন যে সম্পূর্ণ বেসরকারি পর্যায়ের এই কলেজে আপনি চাইলে বিভিন্ন বিষয়ে ভর্তি হতে পারবেন। তা চলুন আজকে আমাদের এই আর্টিকেলের মাধ্যমে জেনে নেওয়া যাক এই গুরুত্বপূর্ণ কলেজে যারা কর্মরত আছেন সে সকল শিক্ষকদের বেতন কত টাকা হতে পারে।
দনিয়া কলেজের অনার্সের ভর্তি ফি কত টাকা
যারা এই কলেজে অনার্সে ভর্তি হতে চান তাদের জন্য অবশ্যই ভর্তি ফি আছে এবং এর পাশাপাশি মাসিক ফিরেও যুক্ত করা হয়েছে। তবে এখানে খরচ একটু বেশি তার কারণ হলো এটা হচ্ছে ঢাকার ভেতরে একটি বেসরকারি কলেজ।
বহুবার এই কলেজকে সরকারি করনের আন্দোলন করা হয় কিন্তু সে আন্দোলনে এখন পর্যন্ত সরকার পক্ষ কোনো সাড়া দেয়নি। যার কারণে এখন পর্যন্ত এই কলেজ সরকারি হয়নি তবে বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে আমরা দেখেছি যে এই সংগঠন বা এই কলেজের বহু সংগঠন চেষ্টা করেছে কলেজটিকে সরকারি করতে।
আপনি যদি এই কলেজে অনার্সে ভর্তি হতে চান তাহলে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ১০২০০ টাকা এবং প্রতি মাসে মাসিক ৭০০ টাকা প্রদান করতে হবে। আপনারা হয়তো বুঝতে পেরেছেন বেসরকারি কলেজ হিসেবে অনার্সে পড়তে গেলে অবশ্যই একটু খরচ আপনাকে করতে হবে তবে আশা করা যাচ্ছে আপনার রেজাল্টের কাছে এই খরচ কিছুই থাকবে না।
দনিয়া কলেজ এর শিক্ষকদের মাসিক বেতন কত টাকা
সাধারণত একটি বেসরকারি কলেজ যদি এমপিও ভুক্ত করা হয় তাহলে সেখানে শিক্ষকদের বেতন শুরু হয় বর্তমান স্কেল অনুযায়ী ২২ হাজার টাকা থেকে। কলেজের শিক্ষকদের বেতন মূলত একটি অর্থাৎ যেটাই মূল বেতন সেটাই হচ্ছে বেতন স্কেল।
এরা এ বেতনের সঙ্গে অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা পান না যার কারণে একজন শিক্ষক যদি চাকরি শুরু করে তাহলে তার বেতন হবে ২২ হাজার টাকা। তবে অবশ্য এই বেতন আস্তে আস্তে তার যোগ্যতা এবং চাকরির বয়সের উপর ভিত্তি করে বৃদ্ধি পাবে।