এখন অনেকেই জানতে চেয়েছেন যে মূল বেতন কত হলে আয় কত দিতে হবে। আমরা যে আয় বা উপার্জন করে থাকি সে উপার্জন থেকে সরকারকে নির্দিষ্ট হারে কর দেওয়াকেই সাধারণত আয়কর বলা হয়ে থাকে। তবে এই আয়কর দেওয়ার কিছু নিয়ম রয়েছে এবং সবাইকে যে আই কর দিতে হবে এমনটি নয়।
বাংলাদেশের আর্থিক দিক বিবেচনা করলে আয়কর দেওয়ার যোগ্য ব্যক্তি অনেকেই রয়েছেন কিন্তু তাদের মধ্যে বেশিরভাগ মানুষই আয়কর দিতে চান না বা আয়কর দিতে পছন্দ করেন না। এই আয়করের মাধ্যমে উপার্জিত টাকা তারা দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যয় করে তাই আপনারা যত বেশি আয়কর দেবেন এবং অন্যকে দিতে উদ্বুদ্ধ করবেন দেশ তত বেশি উন্নত হবে।
আই কার্ড দেওয়ার জন্য কত টাকা ইনকাম করতে হবে
আয়কর দেওয়ার জন্য কত টাকা ইনকাম করতে হবে অথবা নূন্যতম কত টাকা বেতন হলে আপনাকে আয়কর দিতে হবে সেই প্রসঙ্গে বলতে গেলে বলতে হয় যে বাংলাদেশী কোন নাগরিকের বাড়িভাড়া চিকিৎসা ভাতা ও যাতায়াত ভাতা বাদ দিয়ে বছরে তিন লাখ টাকার বেশি আয় হলেই তাকে কর দিতে হবে।
অর্থাৎ যারা এক বছরে তিন লক্ষ টাকার বেশি আয় করেন এবং সেখানে কিছু জিনিস বাদ দিয়ে তারে নিট ইনকাম তিন লক্ষের ওপরে থাকে তাহলে তাকে বার্ষিক আয় করার প্রদান করতে হবে। যারা সরকারি চাকরিজীবী আছে তাদের ক্ষেত্রে সর্বশেষ স্কেল অনুযায়ী তার মূল বেতন বা বেসিক বেতন ১৬ হাজার ৫০০ টাকা হলে তাকে অবশ্যই আয়কর দিতে হবে।
যারা দশম গ্রেদের একজন সরকারি চাকরিজীবী তাদের অবশ্যই এখানে আয় করে দেওয়া বাধ্যতামূলক। একজন দশম গ্রেডের কর্মকর্তা যার বেসিক বোতল ১৬ হাজার ৫০০ টাকা এবং সর্বসাকুল্যে বেতন ২৭ হাজার ৭৫ টাকা তাকে অবশ্যই আয় করেন নিয়ম অনুযায়ী নায়িকার প্রদান করতে হবে প্রতিবছরে।
তবে যাদের মনে পরের কথা শুনে জ্বর চলে আসে তাদেরকে বলব এটা আপনার একটি দায়িত্ব। আপনি যদি এই পরিমাণ টাকা উপার্জন করেন তাহলে অবশ্যই নিজ দায়িত্বে দেশ ও দশের স্বার্থে আপনাকে আপনার উপার্জনের খুবই সামান্য কিছু টাকা প্রতিবছর সরকারকে প্রদান করতে হবে।
সব সময় দেশপ্রেম মনের ভিতর থাকা উচিত এবং শুধুমাত্র সরকারি চাকরিজীবী নয় এর পাশাপাশি যারা বর্তমানে ব্যবসায়িক আছেন তাদের কেউ উচিত স্বেচ্ছায় আয় কর প্রদান করা।