সৌদি আরবের কোম্পানির নাম | সৌদি আরবের কোম্পানি ভিসা 2022

সৌদি আরবের কোম্পানির নাম | সৌদি আরবের কোম্পানি ভিসা 2023

আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের আমাদের এই সুন্দর আর্টিকেলে যে এখানে আমরা আপনাদের সৌদি আরবের বিভিন্ন কোম্পানির নাম জানাবো যে কোম্পানিগুলো বাংলাদেশ থেকে শ্রমিকদের তাদের নিজ কর্মসংস্থানে নিয়োগ প্রদান করে। সঠিক কোম্পানির নাম জানো অত্যন্ত জরুরি একটি ব্যাপার এবং বাংলাদেশের মানুষ যারা ভোগান্তিতে পড়ে তাদের কথা মাথায় রেখেই মূলত আমরা এই সৌদি আরবের কোম্পানির লিস্ট নিয়ে হাজির হয়েছি যে লিস্ট অনুযায়ী আপনারা খুব সহজেই তাদের খুঁজে পাবেন।

সৌদি আরবের কোম্পানি ড্রাইভিং 2023 নতুন ভিসা

প্রথম উদ্দেশ্য হল যারা অনেক ভোগান দিতে পারেন তাদের সঠিক ঠিকানা দিতে এতে করে তারা কোন ধরনের ভোগান্তিতে পড়বেন না এবং সরাসরি সঠিক কোম্পানি সঙ্গে যোগাযোগ করবেন এবং তাদের মাধ্যমে চাকরি খুজে পাবেন। তাহলে আর দেরি কেন চলুন সঠিক তথ্য গুলো জানি।

সৌদি আরব ওয়ার্ক পারমিট কোম্পানি তালিকা

অংশের মাধ্যমে আমরা বেশ কয়েকটি কোম্পানির নাম আপনাদের তুলে ধরব যেখানে আপনারা জানতে পারবেন কোন কোম্পানিগুলো কতটা বিশ্বস্ত এবং কোন কোম্পানিগুলো র কি ধরনের কাজ করানো হয়ে থাকে।

আব্দুল্লাহ আল খালিফা এন্ড সন্স কোম্পানি

এটি হচ্ছে একটি নির্মাণ কোম্পানি। এই কোম্পানির প্রতিষ্ঠাকাল ১৯৭৫ সাল এবং পরবর্তীতে এই কোম্পানির নাম পরিবর্তন করে ১৯৮১ সালে সেটার নতুন নাম করা হয়।আপনারা যারা বিভিন্ন ধরনের নির্মাণ কাজে এবং ইস্পাত তৈরির কাজে এবং কংক্রিট মেরামত এর কাজে এবং লাইনিং স্থাপন ও জনশক্তি সরবরাহ করে থাকেন বা যারা নিজে যেতে চাচ্ছেন তারা এই কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.akgroup.com.sa.

আল-যুদি হোল্ডিং কোম্পানি

এই হোল্ডিং কোম্পানির প্রতিষ্ঠা সাল ১৯৮১ সালে এবং তারপর থেকে এই কোম্পানি বেশ উন্নতি লাভ করেছে। মূলত এক ধরনের প্রকৌশল ও গবেষণা পরামর্শদাতা প্রতিষ্ঠান এ ছাড়া এ প্রতিষ্ঠানে আগুন প্রতিরোধক এবং প্লান্ট অটোমেশন এবং পরিবেশগত নিরাপত্তা এবং সুরক্ষা সহ বিভিন্ন সেবা প্রদান। আপনি যদি যোগ্য হন তাহলে এদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এদের ww.aljudee.com এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন।

আলেশাই কন্সট্রাক্টিং কম্পানি

এটি একটি কন্ট্রাকশন কোম্পানি এবং এই কোম্পানির বেস সুনাম রয়েছে। এই কোম্পানি বেশ বহু বছর আগে প্রতিষ্ঠিত হয় প্রায় ১৯৪৫ সালে শেখ ওমর কাসেম আলেয়া আছি এই কোম্পানি প্রতিষ্ঠা করেন। এ কোম্পানির মালিকাধীন আরও ৬১টি প্রতিষ্ঠান রয়েছে। বর্তমানে এই কোম্পানির রিয়েল এস্টেট ব্যবসা করেন এবং এর পাশাপাশি কনজিউমার ব্যবসা থেকে শুরু করে পেন্ডিং এবং ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজির সার্ভিস ইত্যাদি ধরনের ব্যবসা করে আছে। আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে www.alesayi.com এই অফিসিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন।

আলফানার গ্রুপ

১৯৭৬ সালে সৌদি আরবে রিয়াদে প্রতিষ্ঠিত হয় আলফানার গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি মূলত বেসরকারিভাবে পরিচিত এবং মধ্যবাচক এবং অন্যান্য দেশের উৎপাদনে নির্মাণ ব্যবসায় পরিচালনা করে থাকে। কোম্পানিটি প্রধানত বৈদ্যুতিক ও ইলেকট্রন মেকানিক্যাল এবং সিভিল ইঞ্জিনিয়ারিং নির্মাণ ও বিপণন এর সাথে জড়িত। এই কোম্পানি প্রচুর পরিবারের লোক নিয়োগ প্রদান করে বর্তমানে এই কোম্পানিতে ১০ হাজারের বেশি কর্মচারী কাজ করছে। আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে www.alfanar.com এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

আলমির সৌদি টেকনিক্যাল সার্ভিসেস কোম্পানি

সৌদি আরবের একটি বিশেষ সাহিত্য কোম্পানি হিসেবে এই কোম্পানি প্রতিষ্ঠিত। আলমগীর সৌদি টেকনিক্যাল সার্ভিসেস কম্পানি প্রায় ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং এই কোম্পানির সদর দপ্তর সৌদি আরবের আল খোবারে অবস্থিত। এই কোম্পানি মূলত পেট্রোকেমিক্যাল প্লান্ট ও তেল এবং গ্যাস এবং শোধনাগার ইত্যাদির ব্যবসার সাথে জড়িত। প্রতিবছর এই কোম্পানির যোগ্য লোক নিয়োগ প্রদান করে তাই আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে যোগাযোগ করতে পারেন www.almeer-saudi.com এই অফিশিয়াল ওয়েবসাইটে। অবশ্যই এটি একটি বড় ধরনের কোম্পানি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *