ইনস্টাগ্রাম থেকে আয়

ইনস্টাগ্রাম থেকে আয়

বর্তমান সময়ে বাড়িতে বসে আয় করার কত রকম উপায় আছে যা সম্বন্ধে আমাদের অনেকেরই হয়তো বিন্দুমাত্র ধারণা নেই। আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা বসে বসেই অনেক টাকা উপার্জন করে অথচ আমরা সেগুলো দেখে শুধু ভাবতে থাকি কিভাবে টাকা আসে। আজকে আমরা আলোচনা করব কিভাবে অনলাইনে টাকা আয় করা সম্ভব। আজ মূলত আমরা কথা বলব ইনস্টাগ্রাম থেকে কিভাবে আয় করা যায় সে বিষয়টি নিয়ে।

instagram এর নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন। তবে হ্যাঁ অনেকে আছেন হয়তো instagram কথাটি খুব বেশি বার শোনেননি। আমরা সাধারণত ফেসবুক ও টুইটারের কথা অনেক বেশি শুনেছি কারণ বাংলাদেশ facebook অনেক বেশি জনপ্রিয়। বাংলাদেশের খুব বেশি মানুষ instagram ব্যবহার করে এমনটা নয় তবে ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা মোটেও কম বলা যাবে না। ইনস্টাগ্রাম থেকে কিভাবে আয় করা যায় সে বিষয়টি তুলে ধরব আমাদের আজকের আলোচনার মধ্যে তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর মনোযোগ দিয়ে সম্পূর্ণ লেখাটি পড়তে থাকুন।

ফেসবুক ও ইউটিউব থেকে আয় করা যায় এ বিষয়টি আমরা অনেকেই জানি। আপনারা নিশ্চয় জানেন কনটেন্ট ক্রিয়েটররা ফেসবুকে এবং ইউটিউবে তাদের ভিডিও কনটেন্ট দিয়ে অনেক টাকা আয় করে গুগল এডসেন্সের মাধ্যমে। কিন্তু ফেসবুক ও ইউটিউব ছাড়াও instagram অথবা অন্যান্য প্ল্যাটফর্ম গুলোর মাধ্যমেও টাকা আয় করা যায় এ বিষয়ে আপনাদের অনেকেরই হয়তো ধারণা নেই। এখন আপনার প্রশ্ন করতে পারেন ফেসবুক ও ইউটিউবে তো ভিডিও কনটেন্ট তৈরি করে আয় করা যায় তাহলে ইনস্টাগ্রাম থেকে কিভাবে আয় করা সম্ভব।

হ্যাঁ, instagram মার্কেটিং এর মাধ্যমে আপনারা চাইলে অনেক বেশি টাকা আয় করতে পারবেন। আপনার যদি নিজের কোন ব্যবসা থাকে তবে ইনস্টাগ্রাম থেকে আয় করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। আপনি নিজের পণ্যের প্রমোশন করে instagram থেকে আয় করতে পারবেন নিজের ব্যবসার প্রসার ঘটিয়ে। ডিজিটাল মার্কেটিংয়ের কথা আসলেই সবার আগে আসে ইন্সটাগ্রাম মার্কেটিং এর কথা। আপনারা হয়তো জানেন না instagram ব্যবহারকারীরা বেশিরভাগই অনলাইনের মাধ্যমে যেকোনো পণ্য কেনার আগ্রহ প্রকাশ করে। তাই ফেসবুক অথবা অন্যান্য প্ল্যাটফর্ম এর চেয়ে instagram এর মাধ্যমে ব্যবসা করা খুব সহজেই পড়ে। এছাড়াও instagram এ আয় করার আরো কয়েকটি উপায় আছে যে বিষয়গুলো নিয়ে নিচে কথা বলব।

অনলাইনের বিভিন্ন বিষয়ে সম্বন্ধে যদি আপনার মোটামুটি ধারণা থাকে তবে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং এর কথা শুনে থাকবেন। এফিলিয়েট আপনি যে কোন প্লাটফর্ম থেকে করতে পারবেন। আপনার যদি একটি ফেসবুক পেজ থাকে তবে সেখান থেকেও এফিলিয়েট মার্কেটিং করা যাবে। ফেসবুক পেজ ছাড়াও ওয়েবসাইট ইউটিউব চ্যানেল অথবা instagram একাউন্ট থেকে এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অনেক টাকা আয় করা যায়।

আপনার একটি ইনস্টাগ্রাম একাউন্ট থাকলে সেখানে বিভিন্ন কোম্পানির পণ্য শেয়ার করে কমিশন পেতে পারবেন। বড় বড় কোম্পানিগুলোর অ্যাফিলিয়েট প্রোগ্রাম থাকে যেখানকার সদস্য হয়ে অথবা পার্টনার হয়ে আপনিও তাদের পণ্য বিক্রি করে কমিশন পাবেন নির্দিষ্ট পরিমাণ। তবে এক্ষেত্রে আপনার instagram একাউন্টটি বেশি মানুষের কাছে পৌঁছানোর কাজটি আপনাকেই করতে হবে। এ বিষয়ে দক্ষতা অর্জন করতে পারলে খুব ভালো অংকের অর্থ উপার্জন করা সম্ভব।

অ্যাফিলিয়েট মার্কেটিং ছাড়াও আপনি যে কোন ক্লায়েন্টের ব্যবসার প্রসার ঘটিয়ে দিতে পারবেন নিজের instagram একাউন্ট এর মাধ্যমে। এছাড়াও instagram একাউন্ট তৈরি করে তা বিক্রির মাধ্যমে টাকা আয় করতে পারবেন। এক্ষেত্রে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোকে কাজে লাগাতে পারেন। আপনি যদি instagram এর মাধ্যমে টাকা আয় করতে চান তবে সব কিছুর আগে আপনাকে instagram এর সকল অপশনগুলো ব্যবহার করে দক্ষ হয়ে উঠতে হবে। ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে ভালো ধারণা তৈরি করতে হবে। আশা করি এই বিষয়গুলো সম্বন্ধে পরিষ্কার ধারণা নিতে পারলে আপনিও instagram এর মাধ্যমে টাকা আয় শুরু করতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *