১ বিলিয়ন মানে বাংলাদেশী কত টাকা ?

১ বিলিয়ন মানে বাংলাদেশী কত টাকা ?

1 বিলিয়ন বা 1000 মিলিয়নের আক্ষরিক রূপ হল 1,000,000,000 অর্থাৎ 1 এর পরে 9 টি শূন্য। এটি হল সেই স্বাভাবিক সংখ্যা যেটি 999,999,999 এর পরবর্তী এবং 1,000,000,001 এর পূর্ববর্তী সংখ্যা। বৈজ্ঞানিকভাবে এই সংখ্যাটিকে 10^9 এভাবে লেখা হয়। এসআই এককে ভৌত পরিমানকে বোঝানো হয় গিগা দিয়ে।

বিলিয়নের হিসাব পদ্ধতি এবার দেখে নেয়া যাক।

10 লক্ষ সমান 1 মিলিয়ন
100 লক্ষ সমান 1 কোটি অর্থাৎ 10 মিলিয়নে 1 কোটি
100 কোটিতে 1 বিলিয়ন অর্থাৎ 1000 মিলিয়নে 1 বিলিয়ন
সুতরাং 10 লাখে 1 মিলিয়ন এবং 1000 মিলিয়নে 1 বিলিয়ন

দক্ষিণ এশিয়াতেই শুধু লক্ষ বা কোটি নামের এককগুলা ব্যবহার করা হয়।
সাধারণত এই এককগুলো 100 গুণ করে বৃদ্ধি পায়, অর্থাৎ হাজার এর 100 গুণে হয় লাখ, লাখের 100 গুণে হয় কোটি, কোটির 100 গুণে হয় বিলিয়ন।
ওদিকে পশ্চিমে ব্যবহৃত হয় মিলিয়ন, বিলিয়ন ইত্যাদি একক এবং এই একক গুলো 100 গুণ করে না বৃদ্ধি পেয়ে 1000 গুণ করে বৃদ্ধি পায়। অর্থাৎ হাজারের 1000 গুণে হয় মিলিয়ন, মিলিয়নের 1000 গুণে হয় বিলিয়ন এবং বিলিয়নের 1000 গুণে হয় ট্রিলিয়ন।

এখন নিশ্চয়ই আপনারা হিসাবটা বুঝতে পেরেছেন।

1 বিলিয়ন= কত?
অর্থাৎ এক বিলিয়ন হয় কত মিলিয়নে?
10 লক্ষ = 1 মিলিয়ন
এবং 100 কোটি= 1 বিলিয়ন
অর্থাৎ 1 হাজার মিলিয়নে হয় ১ বিলিয়ন
এবং 1 হাজার বিলিয়নে হয় 1 ট্রিলিয়ন

আমরা আবার হিসাবটি দেখে নেই।

1 মিলিয়ন =10 লক্ষ
10 মিলিয়ন = 1 কোটি
100 মিলিয়ন =10 কোটি
1000 মিলিয়ন = 100 কোটি
1000 মিলিয়ন = 1 বিলিয়ন
1 বিলিয়ন = 100 কোটি
10 বিলিয়ন = 1000 কোটি
100 বিলিয়ন = 10000 কোটি
1000 বিলিয়ন = 1 লক্ষ কোটি
1000 বিলিয়ন =1 ট্রিলিয়ন
1 ট্রিলিয়ন = 1 লক্ষ কোটি
10 ট্রিলিয়ন = 10 লক্ষ কোটি
100 ট্রিলিয়ন = 100 লক্ষ কোটি
1000 ট্রিলিয়ন = 1000 লক্ষ কোটি

তাহলে আপনারা নিশ্চয় এতক্ষণে পরিষ্কারভাবে বিলিয়নের হিসাব টা বুঝে গিয়েছেন। এখন আমরা জানবো এক বিলিয়ন সমান বাংলাদেশের কত টাকা এ বিষয়ে। আগেই বলেছি দক্ষিণ এশিয়ার কোন দেশে লক্ষ, কোটি এগুলো ছাড়া অন্য কোন একক ব্যবহৃত হয় না অর্থাৎ বাংলাদেশেও বিলিয়ন, মিলিয়ন এই একক গুলো ব্যবহৃত হয়না সাধারণত। তাহলে বাংলাদেশের টাকায় 1 বিলিয়ন হিসাব করতে হলে আমাদেরকে লক্ষ-কোটি এককে হিসাব করতে হবে।

যেহেতু উপরের হিসাবে আমরা দেখেছি 1 বিলিয়ন সমান 100 কোটি। সুতরাং এক বিলিয়ন বাংলাদেশি টাকা মানে হলো 100 কোটি বাংলাদেশি টাকা। আবার এক মিলিয়ন সমান যেহেতু 10 লক্ষ, তাই সেক্ষেত্রে আমরা বলতে পারি 1 বিলিয়ন বাংলাদেশি টাকা সমান 10,000 লক্ষ টাকা। আবার 100 কোটি সমান যেহেতু 1000 মিলিয়ন, তাই পশ্চিমা এককে আমরা এক বিলিয়ন বাংলাদেশি টাকাকে 1000 মিলিয়ন টাকাও বলতে পারি। তাহলে এভাবে আমরা খুব সহজেই জেনে গেলাম এক বিলিয়ন সমান কত বাংলাদেশি টাকা।

দক্ষিণ এশিয়াতে লক্ষ, কোটি এসকল একক আগে থেকে ব্যবহৃত হলেও এখন মিলিয়ন, বিলিয়ন ইত্যাদি একক এর ব্যবহারও আমরা লক্ষ্য করতে পারি। কারণ এখন বাংলাদেশে বিভিন্ন প্রকল্পের যে ধরনের বাজেট করা হয়, আন্তঃরাষ্ট্রীয় লেনদেনে আমরা যে পরিমাণ অর্থের ব্যবহার দেখতে পাই এবং আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যে পশ্চিমা মুদ্রা এবং এককের ব্যবহার বেড়ে যাওয়ার কারণে বাংলাদেশ অর্থের পরিমাণ এর হিসাব লক্ষ কোটির পাশাপাশি মিলিয়ন বিলিয়ন এককেও করা হয়। এতে পশ্চিমা দেশগুলোর কারেন্সির বিশ্ববাজারের মুদ্রামানের সাথে আমাদের নিজেদের দেশের মুদ্রামান এর ভারসাম্য বজায় রাখতে সুবিধা হয় এবং বাণিজ্যিক লেনদেনও সহজ হয়। বাংলাদেশে যে সকল পন্য আমদানি করে থাকে অন্যান্য দেশ থেকে সেগুলোর মূল্য পরিশোধ করা হয় ডলারে এবং রপ্তানির ক্ষেত্রেও যে সকল পণ্য রপ্তানি করা হয় সে সকল পণ্যের মূল্যের হিসাব নেওয়া হয় ডলারে। আর এই ডলার গণনা করার একক হিসেবে পশ্চিমা দেশের একক মিলিয়ন বা বিলিয়ন ব্যবহৃত হয়। তাই বাণিজ্যিক লেনদেন, ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে এবং বৈদেশিক মুদ্রা সংক্রান্ত যে কোন হিসাবে আমরাও মিলিয়ন বা বিলিয়ন এককে টাকার হিসাব করে থাকি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *