আপনারা যারা ইতালি যাওয়ার কথা ভাবছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আমাদের আজকের আর্টিকেলটি সাজানো হয়েছে। ইতালি যাওয়ার আগে সেখানকার জীবনযাত্রা সম্বন্ধে আপনাকে বিস্তারিত জেনে নিতে হবে। আমরা সাধারণত ভেবে থাকি বিদেশে গেলে হয়তো সেখান থেকে অনেক বেশি টাকা আয় করা সম্ভব হবে। তবে টাকা আয় করার পাশাপাশি সেখানে থাকতে গেলে কি পরিমান খরচ হবে সেই বিষয়টিও জেনে নেওয়া দরকার।
আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন ইতালি ইউরোপের একটি দেশ তাই এখানে বসবাস করতে গেলে বেশ মোটা অংকের অর্থ খরচ করতে হবে। এজন্য আপনাকে ধারণা নিতে হবে ইতালির মুদ্রা সম্বন্ধে। ইউরোপের দেশগুলোতে ইউরো ব্যবহার করা হয়। ১ ইউরো সমান প্রায় ১০০ টাকা। টাকার মান যেহেতু সবসময় উঠানামা করে তাই এই মানের পরিবর্তন হতে পারে যেকোনো সময়।
আপনারা অনেকেই বিভিন্ন দেশ সম্বন্ধে এবং সেই দেশের মুদ্রা সম্বন্ধে জানতে চান আমাদের পোষ্টের কমেন্টগুলোতে। আর যেহেতু আমরা ইতালি নিয়ে কথা বলতে শুরু করেছি তাই আমাদের পুরো লেখা জুড়েই ইতালির বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করা হবে। যারা জানতে চেয়েছিলেন ইতালির ১০০ টাকা বাংলাদেশের কত টাকার সমান তারা নিশ্চয়ই ইতিমধ্যেই ধারণা পেয়ে গেছেন ইতালির ১০০ টাকা বাংলাদেশের কত টাকার সমান হতে পারে।
যদি ইতালির এক টাকা বাংলাদেশের ১০০ টাকার সমান হয় তবে ইতালির ১০০ টাকা বাংলাদেশের প্রায় ১০ হাজার টাকার আশেপাশে হবে। অর্থাৎ কোন ব্যক্তি যদি ইতালিতে ১০০ ইউরো আয় তাহলে বলা যাবে সে বাংলাদেশের ১০ হাজার টাকা আয় করেছে। এ থেকে বলা যায় আপনারা যারা ইতালি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা বুদ্ধিমানের কাজ করেছেন। ইতালিতে ঠিকমত কাজ করলে খুব অল্প সময়ের মধ্যেই অনেক টাকা আয় করা সম্ভব হবে।
ইতালিতে যেমন অনেক টাকা আয় করা সম্ভব হবে তেমনি সেখানে থাকতে গেলে অনেক বেশি খরচ করতে হবে। ইউরোপের মানুষের জীবনযাত্রা বাংলাদেশের মানুষের মত নয়। সেখানে সামান্য কিছু পণ্য কিনতে গেলে বাংলাদেশী অনেক টাকা খরচ করতে হয়। যেহেতু বাংলাদেশ ও ইতালির মুদ্রার মধ্যে প্রায় আকাশ পাতাল তফাৎ তাই ইতালিতে বসবাস করতে গেলে কম খরচ করতে চাইলে টেকা মুশকিল।
বাংলাদেশ থেকে যারা ইতালিতে ঘুরতে যাবেন তাদের জন্য এই তথ্যটি অনেক গুরুত্বপূর্ণ। ঘুরতে যাওয়ার আগে ইতালির মুদ্রা সম্বন্ধে কিংবা ইউরোপের মুদ্রা সম্বন্ধে খুব ভালো ধারণা নিতে হবে। অপ্রয়োজনীয় কোন খরচ করা ঠিক হবে না এমন জায়গায় যাওয়ার পর। ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলোতে ইউরোর মাধ্যমে লেনদেন করা যায়। তাই ইউরোপের যে দেশটিতে আপনি ঘুরতে যেতে চাইছেন সে দেশটি সম্বন্ধে অনেক অনেক তথ্য সংগ্রহ করার চেষ্টা করুন এতে আপনার ভ্রমণ অনেক সুন্দর হবে।
বাংলাদেশ থেকে যেসব ভাইয়েরা ইতালিতে কর্মসংস্থানের জন্য যেতে চাইছেন তারা হয়তো খুশি হতেই পারেন, কিন্তু বাংলাদেশ থেকে যারা পড়াশোনার উদ্দেশ্যে ইতালির মত দেশে যেতে চাইছেন তাদের জন্য খরচ চালানো একটু কষ্টকর হয়ে উঠতে পারে। প্রথম দিকে একটু কষ্ট হলেও আস্তে আস্তে মানিয়ে নেওয়া সম্ভব। ইতালি ছাড়া ইউরোপের অন্যান্য দেশগুলোতে অনেক পার্ট টাইম জব থাকে যার মাধ্যমে নিজের খরচ চালানো সম্ভব খুব সহজেই। বেশিরভাগ ক্ষেত্রে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন রেস্টুরেন্ট অথবা হোস্টেলে চাকরি করে নিজেদের খরচ চালিয়ে থাকে।
তাই যদি আপনাদের কারো কাছে ইতালি যাওয়ার সুবর্ণ সুযোগ তৈরি হয় তবে সেই সুযোগটি লুফে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি। একবার ইতালি যেতে পারলে আপনার জীবন সেটেল হয়ে গেছে ধরে নেওয়াই যায়। আমাদের দেশ থেকে এখনো অনেক মানুষ ইতালিতে পাড়ি জমাচ্ছে বিভিন্ন কাজের উদ্দেশ্যে। তবে অবশ্যই দেশের বাইরে যাওয়ার জন্য সব সময় বৈধ উপায় অবলম্বন করুন। ইউরোপের অন্যান্য দেশগুলোর যেকোন তথ্য জেনে নেওয়ার জন্য আমাদের সাথেই যুক্ত থাকুন সবসময়।