একজন সরকারি কর্মচারী যদি সরকারি চাকরি করেন এবং তার বেতন যদি দেওয়া হয় ১৫ নং গ্রেড থেকে তাহলে তিনি কত টাকা পাবেন সেটা অনেকে জানতে চান। আমরা সকলে অবগত আছি যে ২০১৫ সালে একটি নতুন গেজেট প্রকাশ করা হয় এবং সেই গ্যাজেট অনুযায়ী নতুন স্কেল যুক্ত করা হয় প্রত্যেকটি সরকারি কর্মচারীদের জন্য।
এখানে চারটি শ্রেণি এবং বিশটা বেতন গ্রেড উল্লেখ করা হয়। এই বেতন গ্রেড অনুযায়ী ১৫ নম্বর যে বেতন গ্রেড রয়েছে সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর কর্মকর্তাদের বেতন গ্রেড। আজকে আমরা সেই বেতন গ্রেড নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবে এবং জানানোর চেষ্টা করবে একজন কর্মকর্তা যারা 15 নম্বর বেতন গ্রেড থেকে বেতন পান সর্বসাকুল্যে কত টাকা বেতন হতে পারে।
১৫ নং বেতন গ্রেডের সর্বসাকুল্য বেতন
15 নাম্বার গ্রেড থেকে বেতন পেয়ে থাকেন তাদের বেতন শ্রেণী যদি আমরা লক্ষ্য করি তাহলে শুরু হবে বেতন ৯৭০০ টাকা থেকে। এটা হচ্ছে একেবারে মূল বেতন যেটা তিনি চাকরির শুরুর দিকে পাবেন। এটার সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা যেমন চিকিৎসা ভাতা থেকে শুরু করে বাড়ি ভাড়ার খরচ ও অন্যান্য সুযোগ-সুবিধা সহ তিনি প্রায় ১৬ হাজার টাকার উপরে বেতন পেতে পারেন।
এছাড়াও এই কর্মচারীরা যদি একই পদে বহাল থাকে এবং কোন পদোন্নতি না হয় তাহলে তিনি তার চাকরি জীবনে সর্বমোট ১৮টি ইনক্রিমেন্ট পাবেন তার বেতন স্কেলের উপর। প্রতিবার তার মূল বেতনের ৫% বৃদ্ধি পাবে এবং এইভাবে বাড়তে বাড়তে 18 টি ইনক্রিমেন্ট যুক্ত হওয়ার পরে একজন ১৫ গ্রেডের কর্মচারীর সর্বোচ্চ বেতন হবে 23490 টাকা।
এখানে যদি সর্বসাকুল্যে বেতনের কথা বলা হয় তাহলে ২৩৪৯০ এর সঙ্গে ৫০% বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা ও চিকিৎসা ভাতা ইত্যাদি মিলিয়ে তার বেতন সর্বোচ্চ 44 হাজার টাকার উপর হতে পারে। একজন ১৫ নম্বর গ্রেট এর বেতন প্রাপ্ত কর্মচারীরা ছোট পরিবার নিয়ে খুব স্বাচ্ছন্দে জীবন যাপন করতে পারবেন।
আপনারা যদি অন্যান্য গ্রেট সম্পর্কে ধারণা পেতে চান তাহলে দেরি না করে ঝটপট আমাদের ওয়েবসাইট ভিজিট করুন যেখান থেকে আপনারা প্রত্যেকটি গ্রেডের বিস্তারিত বেতন স্কেল সম্পর্কে ধারণা পাবেন এবং এ তথ্যগুলো আপনারা সংগ্রহ করে রাখতে পারবেন।