যারা বিভিন্ন পদে অধিষ্ঠিত আছেন পুলিশে তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পদ হচ্ছে নায়েক। বর্তমানে যারা এই নায়েক পদে কর্মরত আছেন তারা কত টাকা বেতন পান সে সম্পর্কে অনেকেই জানেন না। আজকে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব যারা পুলিশের নায়ক পদে কর্মরত আছেন তাদের বেসিক বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে।
পুলিশ বর্তমানে বাংলাদেশের প্রশাসনিক বিভাগের সব থেকে গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত আছে। বিভিন্ন ধরনের অরাজকতা এবং সন্ত্রাস মোকাবেলায় পুলিশ সবসময় সচেষ্ট। তাই প্রতিবছর বিভিন্ন পদে পুলিশের লোক নিয়োগ প্রদান করার বড় বড় সার্কুলার প্রকাশ করা হচ্ছে। আমাদের ওয়েবসাইটেও পুলিশের চাকরি সংক্রান্ত বিভিন্ন সার্কুলার প্রকাশ করা হয়েছে যেটা আপনারা আমাদের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন।
বিভিন্ন পদে কর্মতে পুলিশদের মধ্যে নায়ক হচ্ছে একটি পদ। সাধারণত কনস্টেবল এর ওপরের যে পথটি রয়েছে এবং এএসআইয়ের নিচের যে পদটি রয়েছে তাকে নায়েক বলা হয়। যারা পুলিশের নায়েক পদে অধিষ্ঠিত আছেন তাদের যে বেতন প্রদান করা হয় তার বেসিক হচ্ছে ১০২০০ টাকা।
পুলিশ এর নায়ক সদস্যদের বেতন কত টাকা
যারা পুলিশ এর নায়েক সদস্য আছে তাদের মূল বেতন বা বেসিক বেতন দেওয়া হয় ১০২০০ টাকা থেকে। যারা নতুন নায়ক পদে অধিষ্ঠিত হয়েছেন তাদের এই বেতন দেওয়া হয় এছাড়াও এই বেতন প্রতিবছর ৫% বৃদ্ধি পায় ইনক্রিমেন্ট হিসেবে।
এর পরবর্তীতে একজন পুলিশ এর নায়ক এইভাবেই মোট ১৮টি ইনক্রিমেন্ট পেয়ে থাকে তার সম্পূর্ণ চাকরি জীবনে। এছাড়াও বাড়ি ভাড়ার জন্য মূল বেতনের ৫০% বাড়ি ভাড়ার ভাতা পেয়ে থাকেন একজন পুলিশ সদস্য। এছাড়াও প্রতিমাসের চিকিৎসা ভাতা হিসাবে একজন পুলিশের নায়েক পনেরশো টাকা চিকিৎসা ভাতা পেয়ে থাকেন।
সেলুন এবং লন্ড্রি ফি বাবদ একজন পুলিশ প্রতি মাসে ৮৫ টাকা এবং ছেলেমেয়েদের শিক্ষার খরচ বাবদ প্রতিমাসে এক হাজার টাকা পেয়ে থাকেন। এছাড়াও যাতায়াত ভাতা পেয়ে থাকেন প্রতি মাসে ২০০ টাকা। সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে পুলিশদের যে রেশন প্রদান করা হয় সেটা অনেক টাকার রেশন যেটা প্রতি মাসে তিনি পেয়ে থাকেন।
আমরা বর্তমানে যদি পুলিশের নায়কের বেতন কাঠামোর দিকে লক্ষ্য করি তাহলে তিনি সর্বমোট প্রতি মাসে বেতন পান 18000 টাকা থেকে ৩০ হাজার টাকার মত। আমার মতে বর্তমানে সেটা একটি পরিবারের জন্য যথেষ্ট।