সৌদি আরবের বিমান টিকিট চেক | সৌদি এয়ারলাইন্স টিকিট চেক করার নিয়ম

সৌদি আরবের বিমান টিকিট চেক | সৌদি এয়ারলাইন্স টিকিট চেক করার নিয়ম ২০২৩

আমরা যারা সচরাচর দেশের ভেতরে চলাচল করি তারা হয়তো অনেক সময় দেখেছি টিকিট কাটার পরে সেই টিকিট হারিয়ে যায় অথবা বিভিন্ন ধরনের জালিয়াতির শিকার হয়। সম্প্রতি বাংলাদেশব্যাপী একটি বিষয় ভাইরাল হয়েছে সেটি হল ট্রেনের টিকিট নিয়ে। শুরুতেই আপনাদের সে বিষয়টি জানানোর চেষ্টা করছি যাতে করে আপনারা আমাদের সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝতে পারেন।

একজন ব্যক্তি অনলাইনের মাধ্যমে ট্রেনের টিকিট সংগ্রহ করার উদ্দেশ্যে টিকিট সিলেক্ট করে এবং অনলাইন পেমেন্ট এর মাধ্যমে সেটি পেমেন্ট করে কিন্তু তার একাউন্ট থেকে টাকা কেটে নেয়ার পরেও তাকে টিকিট প্রদান করা হয় না সেটা পরবর্তীতে সে টিকিট কর্তৃপক্ষদের কাছে জানানো হলে তারা বলে সার্ভার ভুলের কারণে এটা হয়েছে তাকে কোন ধরনের প্রদান করা হবে না। এখান থেকে বোঝা যায় যে টিকিট জালিয়াতি সব স্তরে রয়েছে।

সৌদি এয়ারলাইন্সের টিকিট কেন চেক করবেন

হতে পারে আপনি কোন ওয়েবসাইটের মাধ্যমে সৌদি এয়ারলাইন্সের টিকিট কাটিয়েছেন এখন আপনার মনে একটু কেমন জানি লাগছে মনে হচ্ছে আপনি কি সত্যিই টিকিট কাটতে পেরেছেন কিনা সেটা জানা উচিত। অথবা আপনি কোন ভুল জায়গাতে প্রবেশ করে টিকিট কাটলেন না তো আপনার টিকিট কাটতে কি সঠিক আছে সেটা জানা উচিত।

এ সকল বিষয়গুলো জানতে অবশ্যই আপনাকে টিকিট চেক করা পদ্ধতি জানতে হবে যাতে আপনি আপনার হাতে থাকা মোবাইল ব্যবহার করে আপনার টিকিট নাম্বার অথবা অন্যান্য নাম্বারগুলোতে আপনার টিকিট চেক করে নিতে পারবেন এতে করে আপনি ভরসায় থাকতে পারে।

সৌদি এয়ারলাইন্সের টিকিট চেক করার নিয়ম

আমি প্রায় বলে থাকি যদি কোন তথ্য জানা থাকে তাহলে সেটা পানির মতো সহজ এবং যদি গণতন্ত্র জানা না থাকে সেটা পাহাড় সমান কঠিন। তাহলে আমরা আপনাকে সেই পাহাড় সমান কঠিন জিনিসটাকে সহজ করতে সাহায্য করছে এবং আপনাদের আজকে জানানো জন্য এসেছি কিভাবে সৌদি এয়ারলাইন্স বা সৌদি আরবের টিকিট চেক করতে পারবেন।

আবারো বলতে হচ্ছে এর জন্য আপনাকে সর্ব প্রথম একটি ডিজিটাল ডিভাইস ব্যবহার করতে হবে সেটি হতে পারে হাতে থাকা আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন হতে পারে আপনার বাসায় থাকা কম্পিউটার সেট অথবা ল্যাপটপ অথবা ট্যাব। আপনি যেটাই ব্যবহার করুন না সেটাতে ইন্টারনেট কানেকশন অন রাখতে হবে।

এরপরে সেই ডিভাইসের একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং সেখানে আপনাকে সার্চ করতে হবে। আমরা আপনাদের লিংক দিয়ে দিচ্ছি সেই লিংকের উপর ক্লিক করলেই আপনার অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন যেখানে আপনারা সৌদি আরবের টিকিট চেক করতে পারবেন অথবা সৌদি এয়ারলাইন্সের টিকিট চেক করতে পারবেন।

ওয়েবসাইটে প্রবেশ করার পরে সেখানে manage booking এই অপশনটি আপনাকে দেখতে হবে এবং সেই অপশনটির অপুকে আপনাকে ক্লিক করতে হবে।

এরপরে আপনি সম্পূর্ণ নতুন একটি পেজ দেখতে পাবেন একটু কষ্ট করতে হবে সেই পেজটি ভালোভাবে আপনাকে দেখতে হবে। ভালোভাবে দেখুন তো কোথাও কোন কিছু চাচ্ছে কিনা পিএনআর নাম্বার এর মত কোন কিছু লিখা আছে কিনা। খুজে পেয়েছেন তাই তো? তাহলে দেরি করছেন কেন আপনার পিক এর নাম্বারটি সেখানে বসিয়ে ফেলুন।

টিকিট তো কেটেছেন সেখানে অবশ্যই পিএনআর নাম্বার আছে সেই পিএনআর নাম্বারটি এখানে বসাতে হবে। তবে এর পূর্বে কিছু কাজ আছে যেগুলো আপনাকে করতে হবে সেটা এখন আমরা আপনাদের জানাচ্ছি।

booking reference নামক একটি অপশন আছে সেই অপশনটি আপনারা দেখতে পাবেন এবং সেই অপশনটি আপনাকে ক্লিক করতে হবে এবং সেখানে পি এন আর নাম্বারটি বসাতে হবে।

টিকিট কাটার সময় অবশ্যই আপনার নাম দিয়েছেন সেই নামেরই লাস্ট নেম অর্থাৎ শেষের নামটি সেই জায়গাতে আপনাকে বসাতে হবে।

retrieve my booking এই বাটনে আপনাকে ক্লিক করতে হবে যার মাধ্যমে আপনি আরও একটি ধাপ এগিয়ে যাবেন।

ই টিকিট এর মাধ্যমে আপনি যদি চেক করতে চান তাহলে ই টিকিট অপশনের উপর ক্লিক করতে হবে এবং এই টিকিট নাম্বার সেখানে বসাতে হবে এবং নামের লাস্ট অপশনটি বসিয়ে retrive my booking এ ক্লিক করলেই আপনার টিকিটের সকল তথ্য জানতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *