পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করার নিয়ম

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করার নিয়ম ২০২৩

সাধারণত পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরবের ভিসা চেক করা যায় এবং সৌদি আরবের ভিসা চেক করার আরো একটি নিয়ম রয়েছে যেটা আপনারা আমাদের এখান থেকে জানতে পারবেন। আমরা আপনাদের এই আর্টিকেল এর মাধ্যমে বেশ কয়েকটি বিষয় জানাতে চাচ্ছি সেটি হল আপনি কেন আপনার ভিসা চেক করবেন এটি হচ্ছে প্রধান কথা।

আরেকটি বিষয় হলো সৌদি আরবে ভিসা চেক করার ক্ষেত্রে কোন কোন ধরনের ভিসা সৌদি আরবে বর্তমানে বাংলাদেশের জন্য বরাদ্দ রেখেছে সেই বিষয়ে আপনাকে জানতে হবে। আপনি কোন ভিসা করাতে চাচ্ছেন এবং কোন ভিসা করিয়েছেন সেটা চেক করতে চাচ্ছেন এগুলো জানার ক্ষেত্রে অবশ্যই ভিসার ধরন গুলো জানা অত্যাবশ্যক।

এছাড়াও আপনাদের সহজ একটি পদ্ধতি দেখানো হবে যে পদ্ধতির মাধ্যমে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে নিজের ঘরে বসে থেকে ইন্টারনেট কানেকশন অন করে সৌদি আরবের ভিসা সঠিক না ভুল এবং আপনার ভিসার বর্তমান স্ট্যাটাস বা বর্তমান অবস্থা কি সেটা জানতে পারবেন। আমরা আর কথা বাড়াচ্ছি না সরাসরি আমাদের আলোচনার মূল অংশে যাচ্ছি।

সৌদি আরব ভিসা ধরন

বাংলাদেশ থেকে বিশ্বের নানা দেশে প্রতিবছর বহু মানবসম্পদ রপ্তানি করা হয় তার মধ্যে সৌদি আরব অন্যতম। আরব দেশগুলোর মধ্যে সৌদি আরব প্রধান এবং এই সৌদি আরবে প্রতিবছর বিভিন্ন কাজে এবং বিভিন্ন প্রয়োজনে দেশের প্রত্যেকটি এলাকা থেকে মানুষ যায়।

প্রয়োজনের ধরণের উপর ভিন্ন করে সৌদি আরব বাংলাদেশ কর্তৃপক্ষের জন্য বেশ কয়েক ধরনের সৌদি আরবের ভিসা প্রদান করছে যে ভিসা গুলো সম্পর্কে অবশ্যই আপনাকে ধারনা রাখতে হবে এতে করে আপনি ভিসা করতে গেলে সেটা জানতে পারবেন এবং ভিসা চেক করতে গেল আপনাকে সেটা নির্বাচন করতে হতে পারে। চলুন সৌদি আরবের ভিসা সম্পর্কে আপনাদের ধারণা দেই।

সৌদি আরব গৃহকর্মী ভিসা
সৌদি আরব ড্রাইভিং ভিসা
সৌদি আরব কোম্পানি ভিসা
সৌদি আরব স্টুডেন্ট ভিসা
সৌদি আরব টুরিস্ট ভিসা
সৌদি আরব ফ্রি ভিসা
সৌদি আরব রেস্টুরেন্ট ভিসা
সৌদি আরব হজ ভিসা

সৌদি আরব ভিসা করতে কত টাকা লাগে

আপনারা হয়তো উপরের অংশ পড়েছেন এবং সেখানে দেখেছেন প্রায় পাঁচ থেকে সাত ধরনের ভিসা প্রদান করা হয় এবং পাঁচ থেকে সাত ধরনের ভিসার ওপর নির্ভর করে সেই ভিসার খরচ। বর্তমান বিশ্বে অর্থনীতি যে অবস্থাতে গেছে সেই ক্ষেত্রে কোন ভাবে ভিসার সঠিক টাকার পরিমাণ বলা ঠিক হবে না তার কারণ হলো যে কোন সময় ভিসার টাকার পরিমাণ বৃদ্ধি পেতে পারে।

এছাড়া আমরা যদি ভিসার ধরণের উপরে নির্ভর করি এবং আপনি কোন এজেন্ট এর মাধ্যমে যেতে চাচ্ছেন এবং কোন কোম্পানির আন্ডারে কাজ করতে চাচ্ছেন সেই হিসেবগুলো বিবেচনা করলে কোনভাবেই সঠিক বিচার মূল্য এখানে বলা যাবে না।

তবে আমরা আপনাদের ধারণা দিতে পারি সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত সৌদি আরবের যে বিষয়গুলো রয়েছে সেখানে তিন লক্ষ থেকে প্রায় আট লক্ষ টাকা খরচ হতে পারে একটি ভিসার জন্য।

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরবের ভিসা চেক অনলাইন

একেবারে সংক্ষেপে এবং একেবারে সহজে আমরা আপনাদের জানাবো কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরবের ভিসা চেক করতে পারবেন অনলাইনে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে।

প্রথমে আপনার ডিভাইসের ব্রাউজার ওপেন করুন এবং সেখান থেকে সার্চ করুন www.enjazitcom.sa এই অফিসিয়াল ওয়েব সাইটে।

এরপরে সেখানে আপনাকে pop-up অপশন নামের একটি অপশন দেয়া হবে সেটা আপনাকে কেটে দিতে হবে।

খুঁজে দেখুন তো individuals এবং sector and organisation নামক দুটি অপশন দেখতে পাচ্ছেন কিনা দেখতে পেলে individuals ওপর ক্লিক করুন।

নতুন পেজে আর একবার কষ্ট করতে হবে এবং find application data এই অপশনটির ওপর আপনাকে একটু কষ্ট করে ক্লিক করতে হবে।

নতুন একটি অপশন আসবে সেখানে আপনাকে একটু কষ্ট করে খুঁজতে হবে Vishal service platform এই অপশন আছে কিনা সেটার ওপর ক্লিক করে ফরম পূরণ করতে হবে।

এরপরে আপনাকে আপনার passport number দিতে হবে এবং visa type সেখানে আপনার সেট করতে হবে এবং আপনার current nationality দিতে হবে এবং search বাটনে ক্লিক করলে বিচার সম্পন্ন তথ্য পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *