সিঙ্গাপুর ভিসা-বিভিন্ন ধরনের ভিসার পরিচিতি

সিঙ্গাপুর ভিসা-বিভিন্ন ধরনের ভিসার পরিচিতি

সিঙ্গাপুর বাংলাদেশিদের জন্য অনেক পরিচিত একটি দেশ এবং বাংলাদেশ থেকে প্রতিবছর এই দেশে বহু মানুষ যাতায়াত করে। কেউ নিজের জীবিকা নির্বাহের জন্য সিঙ্গাপুরে যায় আবার কেউ এমন রয়েছে যারা শুধুমাত্র বেড়ানোর উদ্দেশ্যে সিঙ্গাপুরে যায়। সিঙ্গাপুর বিশ্বের সুন্দরতম দেশগুলোর মধ্যে একটি তাই আপনি বেড়ানোর উদ্দেশ্যে এই সিঙ্গাপুরে যেতে পারেন।

এই প্রয়োজন অনুযায়ী সিঙ্গাপুরের বিভিন্ন ধরনের ভিসা রয়েছে যেগুলো বাংলাদেশিরা আবেদনের মাধ্যমে সংগ্রহ করতে পারবে। আপনারা হয়তো আজকের আর্টিকেল দেখে ঠিক বুঝতে পেরেছেন আমরা কি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। অবশ্যই ঠিক ধরেছেন আমরা সিঙ্গাপুরের ভিসা সম্পর্কে খুঁটিনাটি তথ্য আপনাদের জানানোর উদ্দেশ্যে মূলত আর্টিকেল লিখতে চলেছি। বিভিন্ন ধরনের ভিসা পরিচিতি শুধুমাত্র জানতে পারবেন আজকের আমাদের এই আর্টিকেল থেকে।

সিঙ্গাপুর বিভিন্ন ধরনের ভিসা

ভিসা আন্তর্জাতিক পর্যায়ে একটি বড় ধরনের দলিল যার মাধ্যমে আপনি এক দেশ থেকে অন্য দেশে থাকার অনুমতি পাবেন। সিঙ্গাপুর এমন একটি দেশ যেখানে প্রবেশ করতে হলে অবশ্যই আপনাকে ভিসা সংগ্রহ করে সেখানে প্রবেশ করতে হবে। আর আপনার প্রয়োজন অনুযায়ী সেই ভিসার ধরন আপনাকে নির্বাচন করতে হবে। সিঙ্গাপুরে বর্তমানে বাংলাদেশদের জন্য কয় ধরনের ভিসা প্রচলিত রয়েছে তার খুঁটিনাটি জানতে আমাদের এই অংশটুকু ভালোভাবে পড়ুন।

  • সিঙ্গাপুর টুরিস্ট ভিসা
  • সিঙ্গাপুর স্টুডেন্ট ভিসা
  • সিঙ্গাপুর মেডিকেল ভিসা
  • সিঙ্গাপুর ফ্যামিলি ভিসা
  • সিঙ্গাপুর বিজনেস ভিসা
  • সিঙ্গাপুর ওয়ার্ক পারমিট ভিসা

সিঙ্গাপুরের দর্শনীয় স্থানসমূহ

যারা ভ্রমণপিপাসু এবং নিয়মিত বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করে বেড়ায় তাদের কাছে সিঙ্গাপুর হতে পারে একটি অন্যতম সুন্দর দেশ। সিঙ্গাপুর সর্বপ্রথম স্বাধীনতা লাভ করে ১৯৬৫ সালে এবং এই অল্প সময়ের মধ্যে তারা তৃতীয় বিশ্বের একটি অনুন্নত দেশ থেকে উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে।

তারা সবকিছু সঠিকভাবে করতে পেরেছে এবং সবকিছু ছিল একেবারেই গোছানো। যার কারণে তারা পর্যটক আকর্ষণ করতে পেরেছে এবং এই পর্যটক এর ফলে তাদের অর্থনীতির অধিকাংশ উপার্জন হয়ে থাকে। আপনারা আমাদের এখান থেকে সিঙ্গাপুরের ভিসার জন্য বিভিন্ন তথ্য জানতে পারবেন যেটা আপনাদের সিঙ্গাপুরের দর্শনের স্থান দেখতে বেশ সাহায্য করবে।

সিঙ্গাপুরের ভিসা করতে কি কি লাগে

আপনারা যারা সিঙ্গাপুরের ভিসা আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন কবে নাগাদ ভিসার কার্যক্রম শুরু হবে এটি জানতে। অবশ্যই ভিসা আবেদনের সময় আপনাকে কিছু গুরুত্বপূর্ণ দলিলপত্র জমা দিতে হবে ভিসা আবেদন অফিসে।আপনার যদি আগে থেকেই জানা থাকে এই কাগজগুলো কি কি তাহলে অনায়াসে সেগুলো সংগ্রহ করে সময় মত ভিসা অফিসে উপস্থিত হলে আপনার ভিসা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে।

  • সবার প্রথমে যেটি প্রয়োজন পড়বে সেটা হচ্ছে ভিসা আবেদন ফ্রম যেটা আপনারা আমাদের অনলাইন লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন।
  • আবেদনকারীর ন্যূনতম ছয় মাস মেয়াদী একটি পাসপোর্ট থাকতে হবে যে পাসপোর্ট এর মাধ্যমে আপনারা ভিসার জন্য আবেদন করতে পারবেন।
  • আবেদনকারীর ব্যক্তিগত তথ্যের ফটোকপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
  • সদতলা অর্থাৎ 90 দিনের ভেতরে তোলা ছবি সাদা ব্যাকগ্রাউন্ড এর মাধ্যমে তুলে সেটা দুই কপি এখানে জমা দিতে হবে। ছবি তোলার ক্ষেত্রে মাথায় ক্যাপ এবং চোখে চশমা গ্রহণযোগ্যতা পাবে না।
  • আবেদনকারীর গুরুত্বপূর্ণ ব্যাংক স্টেটমেন্ট এর কাগজ জমা দিতে হবে। আবেদনকারী যদি চাকুরীজীবী হয় তাহলে অফিস কর্তৃক ছুটির অনুমোদনপত্র এখানে জমা দিতে হবে।
  • শিশুদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সার্টিফিকেট বা স্কুল আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে।
  • ওয়ার্ক পারমিট আবেদনের ক্ষেত্রে অবশ্যই এজেন্টের মাধ্যমে কোম্পানি কর্তৃক অনুমোদিত কাগজের বা চুক্তির কাগজের কপি এখানে জমা দিতে হবে।
  • পুলিশ ক্লিয়ারেন্স যেটা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য অবশ্যই সেটা এখানে জমা দিতে হবে।
  • আপনারা যারা সিঙ্গাপুরে যাওয়ার জন্য ভিসার কার্যক্রম এগিয়ে নিতে চাচ্ছেন আশা করছি আমাদের এই আর্টিকেল পড়লে তারা কিছুটা হলেও উপকৃত হবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *