আজকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব যে বিষয় সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জানতেন না। আমাদের জনপ্রতিনিধি যারা বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে আমাদের পাশে থাকে তাদের বেতন সম্পর্কে হয়তো অনেকের ধারণা নেই। আমরা যারা ইউনিয়ন পরিষদে বসবাস করি তাদের কাছে জনপ্রতিনিধিদের বেশ গুরুত্ব রয়েছে।
সাধারণত প্রতি ৫ বছর অন্তর অন্তর এই জনপ্রতিনিধিদের আমরাই নির্বাচন করি এবং তাদের সব সময় আমাদের কাজে নিয়োজিত রাখি। ইতিহাসে এমন অনেক ইউনিয়ন চেয়ারম্যান অথবা ইউনিয়ন মেম্বারের তথ্য পাওয়া যাবে যারা একটানা কয়েকবার জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এটা হওয়ার কারণ একমাত্র তাদের নিষ্ঠা এবং সৎ মানসিকতার কারণে এবং তারা যতটা তাদের ইউনিয়নের মানুষের প্রতি বিনয় হয়েছেন তারপর নির্ভর করে।
আজকে আমরা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের গুরুত্বপূর্ণ বেতন সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। যদি এটাকে বেতন বলা হয় তাহলে অবশ্যই আমার কাছে সেটা ঠিক হবে না আমরা এটাকে সম্মানই বললে সেটা যথেষ্ট হবে। তার কারণ হলো একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যেগুলো দায়িত্ব বহন করে সেখানে বেতন দিয়ে তার ঋণ শোধ করা যাবে না।
একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব
আমি আগেও বলেছি এখনও বলবো একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ হলো তিনি সব সময় তাদের জনগণের প্রতি আন্তরিকতার সঙ্গে কাজ করেন। আমরা মাসে তাদের যে নামমাত্র সম্মানই প্রদান করি সেটা তার দায়িত্বের কাছে কিছুই না। একজন নিরলস যোদ্ধার মত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবসময় কাজ করে চলেছে।
দিন নাই রাত নাই আমরা যখনই তাকে ডাকি বা যখনি তার কাছে যায় সে আমাদের পাশে থাকার চেষ্টা করে। আপনি যদি নিজের অবস্থান তার কাছে ভাবেন তাহলে হয়তো ভাববেন এতটা সময় তিনি কিভাবে বের করে অন্যদের জন্য। সেটা হয়তো আপনি নিজেও পারবেন না। তাই বলতে গেলে একজন ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান অত্যন্ত কঠোর দায়িত্ব পালন করেন যেটা সকলের পক্ষে পালন করা সম্ভব নয়।
ইউনিয়ন পেরিষদের চেয়ারম্যানের সম্মানী কত টাকা
ইউনিয়ন পরিষদের যারা চেয়ারম্যান রয়েছেন তাদের সম্মানে বৃদ্ধি করার জন্য একটি স্মারক জারি করা হয়েছে। এটা জারি করা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের অধীনে। এখানে ইউপি ২ শাখাতে উল্লেখ করা হয় এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণের সম্মানি ভাতা নির্ধারণ প্রসঙ্গে এটা আদেশ করা হয়।।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুইটি অংশ থেকে সম্মানী পাবেন একটি অংশ হচ্ছে সরকারি এবং তিনি সরকারি অংশ থেকে পাবেন 4500 টাকা। এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউ পি অংশ থেকে মোট পাবেন ৫৫০০ টাকা।
এখানে যদি আমরা সর্বমোট করি তাহলে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সর্বমোট সম্মানী পাবেন মাসিক ১০ হাজার টাকা পর্যন্ত। তিনি যে গুরুদায়িত্ব পালন করেন সেটা এই সম্মানের তুলনায় খুবই অল্প। তাই অবশ্যই আমাদের সব সময় তাদের সম্মানের চোখে দেখা উচিত এবং তারা যাতে সব সময় আমাদের পাশে থাকতে পারে তার জন্য তাদের সাহায্য করা উচিত।