বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে যে স্কেলে বা গ্রেডে বেতন দেওয়া হতো সেটা পরিবর্তন করা হয়েছে ২০১৫ সালের। ২০১৫ সালে নতুন একটি বেতন স্কেল এবং বেতন গ্রেড গেজেটের মাধ্যমে প্রকাশ করা হয় এবং সেই অনুযায়ী বর্তমানে সকল কর্মচারী কর্মকর্তারা বেতন পাচ্ছেন। সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে এই বেতন স্কেল অথবা বেতন গ্রেড মেনে বেতন প্রদান করা হচ্ছে।
আজকে আমরা কথা বলব ১৪ নাম্বার গ্রেড সম্পর্কে। যারা এই গ্রেডে চাকরি করছেন বা এই গ্রেডে বেতন পাচ্ছেন তাদের সর্বসাকুল্য কত টাকা বেতন আসতে পারে সে সম্পর্কে আমরা আপনাদের একটি প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব। যদিও গ্রেডে শুধুমাত্র মূল বেতন এর কথা উল্লেখ থাকে এছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা ও ভাতার কথা সেখানে উল্লেখ থাকে না। তাই অবশ্যই আপনাকে এই বিষয়টি মাথায় রাখতে হবে।
১৪ নাম্বার গ্রেড এর চাকুরীজীবী কোন শ্রেণীর কর্মকর্তা
অনেকে অনেক সময় এই প্রশ্নটি করে থাকেন সেটি হচ্ছে যারা ১৪ নম্বর গ্রেডে বেতন পান তারা মূলত কোন শ্রেণীর কর্মকর্তা। বাংলাদেশের সরকারি যে কর্মচারী কর্মকর্তা আছে তাদের মোট চারটির শ্রেণীতে ভাগ করা হয়েছে। যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ব্যক্তি বিভিন্ন শ্রেণীতে কর্মরতা আছেন। তবে আমাদের অনেকের কাছে সঠিক এই তথ্যটি নেই যে কোন ব্যক্তি কোন গ্রেডের কর্মকর্তা।
নতুন যে গ্রেট প্রকাশিত হয়েছে ২০১৫ সালের সেই গ্রেড অনুযায়ী ১৪ নম্বরে গ্রেডে যারা বেতন পান তারা হচ্ছেন তৃতীয় শ্রেণীর কর্মকর্তা। হয়তো আপনারা বুঝতে পেরেছেন আপনাদের প্রশ্নের উত্তরটি।
১৪ নাম্বার গ্রেড এর সর্বসাকুল্যে কত টাকা বেতন
এই বেতন স্কেলে যারা বেতন পান তাদের চাকরি শুরু হওয়ার প্রথমে বেতন শুরু হবে যেটা মূল বেতন সেটা হচ্ছে ১০২০০ টাকা থেকে। তারা আঠারোটি ইনক্রিমেন্ট পাবেন এবং প্রতিবছর এই ইনক্রিমেন্ট যুক্ত হবে এবং তাদের বেতন কাঠামের মূল বেতন বৃদ্ধি পাবে।
এছাড়া এর সঙ্গে আরো অন্যান্য সুযোগ-সুবিধা ভাতা যুক্ত হবে যেটা এখানে উল্লেখ করা নেই। ১০২০০ টাকা থেকে শুরু হয়ে পরবর্তী বেতন হবে ১০৭১০ টাকা। এর পরবর্তীতে হবে ১১২৫০ এবং তারপরে হবে ১১৮২০ টাকা। তারপরও গতিতে বেতন হবে 12420 এবং তার পরে হবে ১৩০৫০ টাকা। পুনরায় একটি ইনক্রিমেন্ট যুক্ত হবে যেখানে তার বেতন হবে ১৩৭১০ টাকা এবং তারপরে ১৪ হাজার ৪০০ টাকা। নতুন আরেকটি ইনক্রিমেন্ট যুক্ত হবে যেখানে তার বেতন হবে ১৫১২০ এবং তারপরে ১৫৮০ টাকা।
এইভাবে বাড়তে থাকবে যার পরবর্তী বেতন স্কেল হবে ১৬৬৮০ এবং তারপরে হবে ১৭৫২০ টাকা। পরবর্তীতে যখন নতুন ইনক্রিমেন্ট যুক্ত হবে তার বেতন হবে ১৮ হাজার ৪০০ এবং পরবর্তী ইনক্রিমেন্ট যুক্ত হয়ে তার বেতন হবে ১৯৩২০ টাকা। চাকরি শেষের দিকে তার ইনক্রিমেন্ট পেজে একটু দেরি হবে এবং সেখানে তার বেতন পরবর্তী হবে ২০২৯০ এবং তারপরে হবে ২১ হাজার ৩১০ টাকা। পরবর্তী ধাপগুলোতে ২২ হাজার ৩৮০ এবং ২৩৫০০ টাকা বেতন হবে। সবার শেষে সর্বসাকুল্যে একজন 14 গ্রেডের বেতন প্রাপ্ত কর্মচারীর মূল বেতন হবে সর্বোচ্চ ২৪ হাজার ৬৮০ টাকা।