বাংলাদেশ নৌ বাহিনীর বেতন কত

বাংলাদেশ নৌ বাহিনীর বেতন কত ২০২৩

বাংলাদেশের যে বাহিনীগুলো আছে তাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে নৌবাহিনী। ইতিহাসে এমন অনেক যুদ্ধের ঘটনা আমরা শুনেছি যেখানে আকাশপথে অথবা স্থলপথে যুদ্ধ বিজয় আনা সম্ভব না হলেও নৌপথে সেটা সম্ভব হয়েছে। নদীমাতৃক দেশ বাংলাদেশ এবং বাংলাদেশে রয়েছে পৃথিবীর অন্যতম বড় একটি সমুদ্র বঙ্গোপসাগর। এদের সুরক্ষায় সবসময় বাংলাদেশ নৌ বাহিনী পাহারা দিচ্ছে।

আজকে আমরা সেই বাংলাদেশ নৌবাহিনীর গুরুত্বপূর্ণ কয়েকটি পদের বেতন কাঠামো ও ভাতা সম্পর্কে আপনাদের সঙ্গে পরামর্শ করতে যাচ্ছি। তারপরে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন পদ সম্পর্কে এবং বিভিন্ন পদের গুরুত্ব সম্পর্কে। বিভিন্ন পদ অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীতে যারা চাকরি করছেন তাদের বেতন স্কেল কত টাকা তার সঠিক ধারণা আপনারা আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন।

বাংলাদেশ নৌ বাহিনীর বেতন পদ বিন্যাস

সাধারণত বাংলাদেশ নৌবাহিনীতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ আছে এবং প্রত্যেকটি পদের আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। যোগ্যতা এবং অভিজ্ঞতা অনুযায়ী এই পথগুলোতে একজন ক্যাডেট থেকে শুরু করে সর্বস্তরের নৌবাহিনী সদস্য যেতে পারবে। তবে অবশ্য এখানে যোগ্যতার প্রমাণ দিতে হবে।

এখন আমরা আপনাদের বাংলাদেশের নৌবাহিনী বর্তমানে শুরুর পর থেকে শুরু করে সর্বোচ্চ যে পথগুলো আছে সেই পথগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। সবার প্রথমে শুরু হয় ক্যাডেট পর থেকে। ক্যাডেট পদের পড়ে রয়েছে মিডশিপমেন্ট পদ। ধারাবাহিক পদের নামগুলো আমরা নিচে আপনাদের জন্য তুলে ধরছি।

ক্যাডেট
মিডশিপ ম্যান 
একটিংসবলেফটেন্যান্ট
সাব লেফটেন্যান্ট
লেফটেন্যান্ট
লেফটেন্যান্ট কমান্ডার
ক্যাপ্টেন
কমান্ডোরি
রিয়ার অ্যাডমিরাল
ভাইস এডমিরাল
এডমিরাল

বাংলাদেশ নৌবাহিনী বিভিন্ন পদের বেতন কত টাকা

আমার যে গুরুত্বপূর্ণ পদগুলো নিয়ে উপরে কথা বলেছে প্রত্যেকটি পদের আলাদা আলাদা বেতন কাঠামো এবং বেতন স্কেল রয়েছে এবং সেই স্কেল অনুযায়ী তারা বেতন পেয়ে থাকেন। বাংলাদেশের নৌবাহিনীতে প্রত্যেকটি পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ এবং এই প্রত্যেকটি পদের বিভিন্ন বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে। আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই বেতন কাঠামোর সম্পূর্ণটুকু যেখান থেকে আপনারা সব তথ্য জানতে পারবেন।

চলুন একে একে জেনে নেয়া যাক উপরে উল্লেখিত প্রত্যেকটি পদের সকলের বেতন কত টাকা।

যারা ক্যাডেট পদে আছেন তাদের বেতন শুরু হবে ১০০০০ টাকা থেকে।

যারা মিউটশিপ ম্যান পদে আছেন তাদের বেতন শুরু হবে ১০৫০০ টাকা থেকে।

যারা অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে আছে তাদের বেতন শুরু হবে ২৩১০০ টাকা থেকে।

যারা সাবলেফটেন্যান্ট পদে আছে তাদের বেতন ২৫ হাজার টাকা থেকে শুরু।

লেফটেন্যান্ট পদের সকল কর্মকর্তাদের বেতন শুরু হচ্ছে ২৯ হাজার টাকা থেকে।

কমান্ডার এর পদের বেতন শুরু হচ্ছে 43 হাজার টাকা থেকে।

যারা কমান্ডার হিসেবে কর্মরত আছেন তাদের বেতন ৫০ হাজার টাকা থেকে শুরু।

যারা ক্যাপ্টেন হিসেবে কর্মরত আছেন তাদের বেতন 61 হাজার টাকা থেকে শুরু।

যারা কমান্ডোই হিসাবে কর্মরত আছেন তাদের বেতন 63 হাজার 570 টাকা থেকে শুরু।

রেয়ার অ্যাডমিরাল এর বেতন শুরু হবে ৭৮ হাজার টাকা থেকে।

ভাইস এডমিরাল এর বেতন শুরু হবে 82 হাজার টাকা থেকে।

এডমিরাল এর বেতন শুরু হবে ৮৬০০০ টাকা থেকে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *