সরকারি নার্সদের বেতন কত টাকা

সরকারি নার্সদের বেতন কত টাকা ২০২৩

আজকে আমরা কথা বলব বাংলাদেশের চিকিৎসা খাতে অতীত গুরুত্বপূর্ণ একটি পদ সেটা হচ্ছে সরকারি নার্স। ডিপ্লোমা অথবা বিএসসি নার্সিং এ যারা ভর্তি হতে চাচ্ছেন বা পড়াশোনা করার পরিকল্পনা করতে চাচ্ছেন তাদের অবশ্যই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে জেনে রাখা উচিত সরকারি চাকরি পেলে তার বেতন কত টাকা হবে।

এতে করে সে তার কর্মজীবন অথবা অন্যান্য বিষয়ে মনোযোগ দিতে পারবে এবং সেই অনুযায়ী পরিকল্পনা তৈরি করতে পারবে। যারা নার্স হিসাবে তাদের ক্যারিয়ার শুরু করতে চাই তাদের ক্যারিয়ার শুরুতেই যে পথটি দেওয়া হয় সেটি হচ্ছে এসিস্ট্যান্ট নার্স। এছাড়া অনেকেই রয়েছেন যারা ওটি সিস্টার হিসেবে সরকারি হাসপাতালে যোগ দিতে পারেন।

অ্যাসিস্ট্যান্ট নার্স এর সরকারি বেতন কত টাকা

যারা এসিস্ট্যান্ট নাচ হিসেবে সরকারি হাসপাতালে যোগ দিতে চাচ্ছেন অথবা কোটি সিস্টার হিসেবে সরকারি হাসপাতালে যোগ দিতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে সরকারি বেতন স্কেল শুরু হবে 2015 সালের গ্যাজেট অনুযায়ী বেসিক বেতন ৮০০০ টাকা থেকে।

২০১৫ সালে নতুন যে বেতন এবং নতুন বেতন স্কেল প্রদান করা হয় সেই নতুন গ্রেট এবং ভেতর অনুযায়ী একজন নার্স এর চাকরিজীবনের শুরুর বেতন বেসিকভাবে আট হাজার টাকা। এই আট হাজার টাকার সঙ্গে তার আরো অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা হবে। এই বেসিক বেতন বৃদ্ধি পেতে পেতে সর্বোচ্চ মাসিক ১৬৫৪০ টাকা পর্যন্ত হতে পারে।

সিনিয়র স্টাফ নার্স এর বেতন কত টাকা

যারা সিনিয়র স্টাফ নার্স তাদের ক্ষেত্রে সরকারি পর্যায়ে যে বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে সে বেতন স্কেল সম্পর্কে এখন কথা বলব।এই পথ হচ্ছে অনেক বড় একটি পদ এবং সেই পথ অনুযায়ী তাদের যে বেতন স্কেল প্রদান করা হয়েছে সেখানে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী তাদের বেসিক বেতন শুরু হবে ১৬ হাজার টাকা থেকে।

এটা হচ্ছে ১০ নাম্বার গ্রেটের বেতন এবং এই অনুযায়ী আমরা বুঝতে পারি যে যারা সিনিয়র স্টাফ নার্স হবেন তারা দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা এবং তাদের বেসিক বেতন শুরু হবে ১৬০০০ টাকা যেটা সর্বোচ্চ 38 হাজার 640 টাকা পর্যন্ত হতে পারে। আশা করছি নার্সদের বেতন স্কেল সম্পর্কে আপনাদের ভুল ধারণা গুলোর অবসান হচ্ছে এবং এখান থেকে সঠিক তথ্য পাওয়ার পরে অবশ্যই আপনারা উপকৃত হবেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *