পুলিশের এসপির বেতন কত টাকা

পুলিশের এসপির বেতন কত টাকা ২০২৩

আজকে আমরা কথা বলব পুলিশের একটি উচ্চপর্যয়ের পদ নিয়ে এবং সেই পদের বেতন নিয়ে। আমরা সকলেই জানি যে পুলিশের এমন একটি পথ আছে যে পদের নাম এসপি এবং সেই পদ অত্যন্ত গুরুদায়িত্বের পদ। যারা এসপি পর্যায়ে চাকরি রত আছেন তাদের মাসিক বেতন কত টাকা হতে পারে এবং কি কি সুযোগ-সুবিধা পেতে পারেন সে সম্পর্কে সঠিক তথ্য আপনারা আজকে আমাদের এখান থেকে জানতে পারবেন।

সাধারণত অনেকেই মাঝে মধ্যে কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে একজন পুলিশের এসপির মাসিক বেতন কত টাকা হতে পারে সে সম্পর্কে জানতে চাচ্ছেন। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে একজন এসপির বেতন স্কেল বা বেতন গ্রেড শুরু হয় ৯ নম্বর গ্রেড থেকে। আমরা সেই তথ্যের আলোকে আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব।

একজন পুলিশের এসপি কোন শ্রেণীর কর্মকর্তা

যারা পুলিশের এসপি হিসেবে কর্মরত আছেন তারা হচ্ছেন প্রথম শ্রেণীর কর্মকর্তা। অনেকের মনের ধারণা যে পুলিশের এসপি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা এটা সম্পূর্ণ ভুল ধারণা। পুলিশের এসপি হতে হলে প্রচুর যোগ্যতার প্রয়োজন পড়ে এবং যে কেউ পুলিশের এসপি হতে পারেনা। একজন পুলিশের এসপি প্রচুর ক্ষমতার অধিকারী এবং তিনি তার ক্ষমতার বলে যে কোন জিনিস পরিবর্তন করে ফেলতে পারেন।

আমরা যারা এতদিন জানছিলাম না একজন পুলিশের এসপি কোন শ্রেণীর কর্মকর্তা তারা আজকে থেকে হয়তো জানি পারব একজন পুলিশ এসপি হচ্ছে প্রথম শ্রেণীর কর্মকর্তা।

পুলিশ এসপির বেতন গ্রেড কত

২০১৫ সালে যে নতুন বেতন স্কেল জারি করা হয় সে বেতন স্কেল অনুযায়ী বর্তমানে একজন পুলিশ এসপি বেতন পেয়ে থাকেন ৯ নম্বর গ্রেড থেকে। যেহেতু একজন পুলিশের এসপি প্রথম শ্রেণীর কর্মকর্তা তাই তার বেতন গ্রেড শুরু হয় ৯ নাম্বার গ্রেট থেকে।

একজন পুলিশের এসবি অবশ্যই একজন বিসিএস কর্মকর্তা এবং অনেক ক্ষমতার অধিকারী। তাই এছাড়াও বেতনের পাশাপাশি তিনি বহু সুযোগ-সুবিধা উপভোগ করেন যেগুলো আমরা আপনাদের নিচে জানানোর চেষ্টা করব।

একজন পুলিশ এসপির মাসিক বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা

আমরা উপরে উল্লেখ করেছি যে একজন পুলিশ এসপির বেতন গ্রেড সম্পর্কে এবং সেই গ্রেড সম্পর্কে যদি আমরা একটু নজর দেয় তাহলে দেখতে পাব তার বেতন শুরু হবে ২২ হাজার টাকা থেকে। অর্থাৎ একজন পুলিশ এসপি যখন চাকরি জীবন শুরু করবেন তখন তার বেতন অর্থাৎ মূল বেতন শুরু হবে ২২ হাজার টাকা থেকে যেটা অন্যান্য সুযোগ-সুবিধা সহ প্রায় ৪০ হাজার টাকার মত হবে।

এছাড়া এর সঙ্গে আরও অন্যান্য সুযোগ-সুবিধা আছে যেটা বৃদ্ধি পেতে পেতে অনেক ইনক্রিমেন্ট যুক্ত হবে। একজন পুলিশ এসপির সর্বোচ্চ বেতন হতে পারে যেটা মূল বেতন ৬৭ হাজার দশ টাকা।

পুলিশদের শুধু বেতন দেখলে হবে না তার সঙ্গে তাদের আনসাংটিক ভাতা ও সুযোগ সুবিধা এবং রেশনের ব্যবস্থা রয়েছে যার কারণে একজন পুলিশের বেতন অনেক বেশি হয়ে থাকে। একজন পুলিশের এসপি হচ্ছে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী তাই আমরা সবসময় তাদের সম্মানে চকে দেখব এবং তাদের সম্পর্কে ভালো মতামত পোষণ করবো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *