১১ তম গ্রেডের বেতন কত

১১ তম গ্রেডের বেতন কত ২০২৩

স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশের সকল সরকারি কর্মচারী কর্মকর্তাদের জন্য দি গ্রেট ঘোষণা করা হয় সেখানে উল্লেখ করা হয়েছিল দশটি গ্রেডে বেতন প্রদান করা হবে। কিন্তু পরবর্তীতে ২০১৫ ২০১৬ সালে এই গ্রেড পরিবর্তন করা হয় এবং নতুন গেজেট প্রদান করা হয়। নতুন গেজেট অনুযায়ী আগের ১০ গ্রেডের পরবর্তীতে এটা দ্বিগুণ করা হয় এবং 20 গ্রেড তৈরি করা হয়।

আজকে আমরা সেই ২০ গ্রেড এর মধ্যে ১১ তম গ্রেড নিয়ে কথা বলব এবং আপনাদের জানানোর চেষ্টা করব এই ১১ তম গ্রেডের সকল ধরনের বেতনের সুযোগ সুবিধা। যেহেতু এর সঙ্গে অন্যান্য ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা থাকে আমরা সেই কথাগুলোর না বলে আমরা মূল বেতন কাঠামো সম্পর্কে আপনাদের সঠিক ধারণা বা দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা কৌতুহলবশত এই তথ্যটি জানতে চান অথবা প্রয়োজন অনুযায়ী এই তথ্যটি জানতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন।

১১ তম গ্রেডের চাকুরীজীবী কোন শ্রেণীর চাকরিজীবী

সাধারণত চাকরিজীবীদের মধ্যে একটি কম্পিটিশন আমরা লক্ষ্য করতে পারি এবং যোগ্যতা অনুযায়ী এখানে বাংলাদেশের চারটি শ্রেণি ভাগ করা হয়েছে। এই চারটি শ্রেণীর মধ্যে এখন ১১ তম গ্রেডে যারা বেতন পান তারা কোন শ্রেণীর কর্মকর্তা সেটা অনেকে জানতে চান। আপনাদের জানিয়ে রাখছি যে প্রথম নয়টি গ্রেডে যারা বেতন পান তারা হচ্ছে প্রথম শ্রেণীর কর্মকর্তা।

এবং দশম গ্রেড হচ্ছে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের জন্য। ১১ তম গ্রেড থেকে শুরু হচ্ছে তৃতীয় শ্রেণীর কর্মকর্তা। আপনারা হয়তো আপনাদের প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন আর সেই উত্তরটি হল ১১ তম গ্রেডে যারা বেতন পান তারা হচ্ছে তৃতীয় শ্রেণীর কর্মকর্তা। আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন।

১১ তম গ্রেডের সকল কর্মকর্তাদের সম্পূর্ণ বেতন কাঠামো

যারা ১১ তম গ্রেডে কর্মরত আছে তাদের বর্তমানে কত টাকা বেতন এবং যারা প্রথমে ঢুকতে কত টাকা বেতন পাবে তার সম্পূর্ণ তথ্য আমাদের কাছে আছে। অবশ্য ১১ তম গ্রেডে সকল সরকারি কর্মচারী এবং কর্মকর্তাদের বেদন নির্ধারণ করা আছে সরকারিভাবে এবং সেটার একটি সঠিক ধারণা আমাদের কাছে আছে।

২০১৬ সালে যে নতুন গেজেট প্রকাশ করা হয় এবং সকল কর্মচারী কর্মকর্তাদের যে পে স্কেল প্রদান করা হয় তার একটি পিডিএফ ফাইল আমাদের কাছে আছে এবং সেই পিডিএফ ফাইল অনুযায়ী আমরা আপনাদের আজকে তথ্য দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে যাওয়া যাক।

১১ তম গ্রেডে যারা কর্মকর্তা আছেন তাদের বেতন কাঠামো বা মূল বেতন শুরু হবে ১২৫০০ টাকা থেকে। অর্থাৎ যারা প্রথমে চাকুরীতে ঢুকবেন তাদের জন্য বেতন হচ্ছে 12500 টাকা। এরপরে তাদের ইনক্রিমেন্ট বৃদ্ধি পেতে থাকবে এভাবে পরবর্তী ধাপে তিনি বেতন পাবেন ১৩ হাজার১৩০ টাকা। তার পরবর্তী ধাপে তিনি পাবেন ১৩৭৯০ টাকা এবং তার পরবর্তী ধাপে ১৪ হাজার ৪৮০ টাকা। এর পরবর্তী ধাপে তিনি বেতন পাবেন ১৫২১০ এবং তার পরবর্তীতে পাবেন ১৫৯৮০।

১১ তম গ্রেডে কর্মরত চাকুরীজীবীদের পরবর্তী বেতন হবে ১৬৭৮০ এবং তারপরে হবে ১৭৬২০। এর পরবর্তী ধাপে তাদের বেতন হবে 18510 এবং তারপরও ভর্তিতে হবে 19440 টাকা। এর পরবর্তী ধাপে তাদের বেতন হবে ২০ হাজার ৪২০ এবং তার পরবর্তীতে হবে 21450 টাকা। এরপরে তাদের বেতন হবে ২২ হাজার ৫০০ এবং তার পরবর্তীতে বেতন হবে 23 660 টাকা।

১১ তম গ্রেডের সকল কর্মচারীদের পরবর্তী বেতন হবে ২৪ হাজার ৮৫০ এবং তার পরবর্তীতে হবে ২৬ হাজার একশো। এর পরে তাদের বেতন হবে 27 হাজার 410 টাকা এবং তার পরবর্তীতে তাদের বেতন হবে ২৮৭৯০ টাকা। ১১ তম গ্রেডে তৃতীয় শ্রেণীর কর্মকর্তাদের সর্বশেষ এবং সর্বোচ্চ বেতন হবে ৩০২৩০ টাকা যেটা ২০১৬ সালের প্রকাশিত গেজেট অনুযায়ী নির্ধারণ করা আছে। আশা করছি এরপরে আপনাদের 11 তম গ্রেডের বেতন সম্পর্কে আর তথ্য জানার প্রয়োজন হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *